সাইদুর রহমান রাজু, হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি:
বিএনপি জাতীয় নির্বাহী কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, আবার নির্বাচন নিয়ে যড়যন্ত্র শুরু হয়েছে। একটি মহল জটিলতা ও সংঘাতের মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে নির্বাচন নস্যাত করতে চায় । তারা অন্তর্বর্তী সরকারের চরিত্র পাল্টে নির্বাচন ছাড়াই দীর্ঘ মেয়াদে ক্ষমতার ভাগ ও স্বাদ নিতে চায় ।
তিনি আজ (০৭ জুলাই) বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার বিলডোরা ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
কর্মী সমাবেশে এমরান সালেহ প্রিন্স বলেন, কয়েকটি দলের নেতা লন্ডনে ডক্টর ইঊনূস ও তারেক রহমানের বৈঠকের পর ইউ টার্ন নিয়ে নির্বাচন বিলম্বিত ও নস্যাৎ করতে ষড়যন্ত্রে লিপ্ত । তারা নিত্য নতুন ইস্যু সামনে এনে এবং উস্কানি ও উত্তেজনা মুলক বক্তব্যও দিয়ে জটিলতা ও বিভাজনের সৃষ্টি করছে ।
জনগণ ও গণতন্ত্রের প্রতি তাদের যদি আস্থা থাকে, তবে তারা দেশ ও জনগণের বৃহত্তর স্বার্থে নির্বাচনের পথে হাঁটবেন। নবীন দলের নেতারা গণভবনের পর সংসদ জয় করতে চেয়েছেন। তাদেরকে স্বাগত জনই। জাতীয় সংসদ জয় করতে হলে নির্বাচনের মাধ্যমে জনগণের রায় নিয়ে করতে হবে । মব করে সংসদ জয় করা যাবে না। তারা নয়া রাজনৈতিক বন্দোবস্তের প্রমতকারীদেরকে রাজনৈতিক শিষ্টাচার বজায় রেখে কথা বলার আহবান জানিয়ে বলেন, ফ্যসিবাদের রক্ত চক্ষু উপেক্ষা করা দল বিএনপি কারোর চোখ রাঙানিতে ভয় পায় না । তিনি চোখ গরম করে হুমকি না দিয়ে রাজনীতির ভাষায় কথা বলার আহবান জানান ।
তিনি আরো বলেন, ১৬ বছর ফ্যসিবাদের নির্মম দমন নিপীড়ন উপেক্ষা করে আমরা যখন লড়াই করেছি। আপনারা কেউ কেউ তখন ফ্যসিবাদকে সমর্থন করে আরামে দিন কাটিয়েছেন । জনগণের পালস বুঝে বিএনপি রাজনীতি করে কথা বলে । কারোর রক্ত চক্ষু দেখে বিএনপি তার অবস্থান থেকে সরে আসবে না । বা কারোর উদ্দেশ্যমূলক ও যুক্তিহীন এজেন্ডা মেনে নিবে না । যে পদ্ধতি জনপ্রতিনিধি নির্বাচনে জনগণের অধিকার কেড়ে নেয় সেই পদ্ধতির প্রমোটকারীদের ভিন্ন উদ্দেশ্য রয়েছে ।
তিনি নেতাকর্মী ও জনসাধারণের প্রতি এসকল যড়যন্ত্র মোকাবেলায় প্রস্তুত থাকার আহবান জানিয়ে বলেন ইসশাআল্লাহ সকল যড়যন্ত্র মোকাবেলা করে আগামী ফেব্রুয়ারীতে নির্বাচন হবে । সেই নির্বাচনে ইনশাআল্লাহ জনগণের ভোটে বিএনপি সরকার গঠন করবে । বিএনপি নির্বাচিত হবার পর দেশ, গণতন্ত্র ও জনকল্যাণে কী করবে ইতোমধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যন তারেক রহমান জাতির সামনে তা উপস্থাপন করেছেন। সে সকল কর্মসূচী গ্রামে ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। নেতাকর্মীদের দায়ীত্ব নিয়ে এ কাজ সুচারু ভাবে পালন করতে হবে। বিএনপি জনকল্যাণে যে কর্মসূচী ঘোষণা করেছে, অন্যদল সেই কর্মসূচি নাই ।
বিলডোরা ইউনিয়নের বনগ্রাম বাজারে হালুয়াঘাট উপজেলা বিএনপির আহবায়ক আসলাম মিয়া বাবুল এর সভাপতিত্বে ও সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবীর এর সঞ্চালনায় কর্মীসমাবেশে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোতাহার হোসেন তালুকদার, হালুয়াঘাট পৌর বিএনপির আহবায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবদুল হাই , আলী আশরাফ, কাজী ফরিদ আহমেদ পলাশ, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আলমগীর আলম বিপ্লব, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মিজানুর রহমান, শফিকুর রহমান, মোনায়েম হোসেন খান তালুকদার খোকন, ধোবাউড়া উপজেলা বিএনপির আহবায়ক অধ্যাপক আজহারুল ইসলাম কাজল, উপজেলা বিএনপির সদস্য শহীদুল হক খান সুজন, আবুল কালাম প্র্রমুখ বক্তব্য রাখেন।
আরও পড়ুন
ভারতের ইন্ধনে সরকার উৎখাত ষড়যন্ত্রে লিপ্ত এনবিআর- রাশেদ প্রধান
কুড়িগ্রাম ২২-বিজিবির বৃক্ষরোপন কর্মসূচী-২০২৫ পালিত
কয়রার পর্যটন কেন্দ্রটি বদলে দেবে এই অঞ্চলের মানুষের ভাগ্য – খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম