July 16, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, July 15th, 2025, 8:07 pm

জাতীয় সমাবেশ সফল করতে শাহরাস্তি পৌরসভায় লিপলেট বিতরণ

আগামী ১৯ জুলাই ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামী ঘোষিত জাতীয় সমাবেশ সফল করার লক্ষ্যে গতকাল বাদ আসর থেকে মাগরিব পর্যন্ত শাহরাস্তি উপজেলার কালিবাড়ি বাজারে দাওয়াতি কার্যক্রম পরিচালিত হয়।উক্ত দাওয়াতি কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি, চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী গণমানুষের প্রিয় নেতা অধ্যাপক মাওঃ আবুল হোসাইন।

তিনি বাজারে আগত ব্যবসায়ী, সাধারণ জনগণ ও শিক্ষিত শ্রেণির সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে অংশগ্রহণের জন্য সকলকে আন্তরিকভাবে দাওয়াত দেন।এ সময় তিনি বলেন, জাতীয় সমাবেশ হবে দেশের ইসলামপ্রিয় জনতার ঐক্যের বহিঃপ্রকাশ। আমাদের সকলকে এই ঐতিহাসিক কর্মসূচিকে সফল করার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

শাহরাস্তি পৌর আমীর মাওঃ জাহাঙ্গীর আলমের পরিচালনায় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর বাদশা ফয়সাল, পৌর নায়েবে আমীর সিরাজুল ইসলাম, সেক্রেটারি প্রভাষক মাওঃ আলমগীর হোসেন, উপজেলা শূরা ও কর্মপরিষদ সদস্য আব্দুল আউয়াল, শাহ আলম ভূঁইয়া, পৌর অফিস সম্পাদক ইকবাল হোসেন, ওলামা বিভাগের সভাপতি মাওঃ মাহফুজুর রহমান বুলবুলি প্রমুখ।

দাওয়াতি কার্যক্রমে স্থানীয় জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের নেতাকর্মীরাও অংশ নেন এবং প্রচারপত্র বিতরণ করেন।

আহসান হাবিব পাটওয়ারী