গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন। দলীয় প্রতীক ট্রাক মার্কা নিয়েই তিনি নির্বাচনী লড়াইয়ে নামছেন বলে জনসভায় আনুষ্ঠানিকভাবে জানান।
মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকাল সাড়ে ৪টায় দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলা গণঅধিকার পরিষদের আয়োজিত এক জনসভায় নুর বলেন, “গণ-অভ্যুত্থানের মাধ্যমে মানুষ যে স্বপ্ন দেখেছে, তা বাস্তবায়নে জাতীয় সরকার গঠন ছাড়া রাজনৈতিক স্থিতিশীলতা সম্ভব নয়।”
নুরুল হক নুরের দাবি, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি উদ্বেগজনক। তিনি বলেন, “গত এক বছরে দেশের পরিস্থিতি আবারও ফ্যাসিবাদের দিকে যাচ্ছে। অতীতে যারা গুম-খুন, নির্যাতন ও দখলবাজির অভিযোগে অভিযুক্ত ছিলেন—তারা আবারও চাঁদাবাজি, জুলুম ও দখলবাজিতে সক্রিয় হয়ে উঠেছেন।”
তিনি সতর্ক করে জানান, “যত বড় নেতা হোক, দখলবাজি-জুলুম করলে জনগণ কাউকে গ্রহণ করবে না। অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে।”
মানবতাবিরোধী অপরাধ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায় ঘোষণার পরদিন নিজ নির্বাচনী এলাকায় এসে নুর বলেন, “এই রায় থেকে রাজনৈতিক দলগুলো শিক্ষা নেবে—এটাই জনগণের প্রত্যাশা।”
তিনি আরও যোগ করেন যে দেশের জাতীয় ঐক্যকে কিছু আঞ্চলিক নেতার অতি উৎসাহী আচরণ ক্ষতিগ্রস্ত করছে, যা নতুন সংকটের ইঙ্গিত।
নুরুল হক নুর মনে করেন— “রাজনৈতিক দলগুলোর পারস্পরিক সমঝোতায় আসন ভাগাভাগির ভিত্তিতে নির্বাচন হলে দেশ স্থিতিশীলতা ও উন্নয়নের পথে এগোবে।”
নিজ আসন সম্পর্কে নুর বলেন, “বাংলাদেশসহ আন্তর্জাতিক অঙ্গনে আমার পরিচিতি এই অঞ্চলের উন্নয়নে কাজে লাগাতে চাই। চরাঞ্চলের দীর্ঘদিনের অবহেলায় যোগাযোগব্যবস্থা ও জীবনমান পিছিয়ে আছে। নির্বাচিত হলে জামায়াত, বিএনপি, ইসলামী আন্দোলনসহ সব রাজনৈতিক দলের নেতাদের নিয়ে সমন্বিত উন্নয়ন পরিকল্পনা নেওয়া হবে।”
এনএনবাংলা/

আরও পড়ুন
শিক্ষক হেনস্তার ঘটনায় তামীরুল মিল্লাত মাদরাসা অনির্দিষ্টকালের জন্য বন্ধ
লিবিয়ায় গুলিতে মাদারীপুরের তিন যুবক নিহত
গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে ‘মব ভায়োলেন্স’ থেকে সরে আসতে হবে: মির্জা ফখরুল