December 26, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, November 12th, 2024, 8:53 pm

জাতীয় সাঁতারে সেরা রাফি ও যুথি

অনলাইন ডেস্ক
জাতীয় সাঁতার মানে বাংলাদেশ নৌ-বাহিনীর শ্রেষ্ঠত্ব। এবারের ৩৩তম ম্যাক্স গ্রুপ জাতীয় সাঁতারেও সংস্থাটি চ্যাম্পিয়ন হয়েছে। সৈয়দ নজরুল ইসলাম সুইমিং কমপ্লেক্সে চার দিনব্যাপী প্রতিযোগিতা শেষে ৩২টি স্বর্ণ, ২৬টি রুপা ও ১২টি ব্রোঞ্জ জিতে প্রথম নৌ-বাহিনী। এ ছাড়া ১০টি স্বর্ণ, ১৫টি রুপা ও ২৩টি ব্রোঞ্জ জিতে সেনাবাহিনী রানার্সআপ হয়েছে।

শেষ দিনে আজ (মঙ্গলবার) আরও দুটি জাতীয় রেকর্ড গড়েন সাঁতারুরা। মেয়েদের ১০০ মিটার ব্যাকস্ট্রোকে এক মিনিট ১১.৮৩ সেকেন্ড সময় নিয়ে নতুন রেকর্ড গড়েন নৌ-বাহিনীর যুথী আক্তার। ২০২২ সালে একই সংস্থার সুরাইয়া আক্তারের এক মিনিট ১২.৩৭ সেকেন্ডের রেকর্ড তিনি ভেঙ্গে দিয়েছেন। ছেলেদের ৪০০ মিটার ফ্রিস্টাইলে চার মিনিট ১৪.২৫ সেকেন্ড সময় নিয়ে নিজের আগের রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়েন নৌ-বাহিনীর কাজল মিয়া। ২০২১ সালে তার রেকর্ডটি ছিল চার মিনিট ১৭.৩৫ সেকেন্ডের।

পুরুষ বিভাগে বাংলাদেশ নৌ-বাহিনীর সামিউল ইসলাম রাফি পাঁচটি স্বর্ণ ও একটি ব্রোঞ্জ পদক (তিনটি নতুন জাতীয় রেকর্ড) নিয়ে এবং মেয়েদের বিভাগে একই সংস্থার যুথী আক্তার চারটি স্বর্ণ (তিনটি নতুন জাতীয় রেকর্ড) ও একটি রুপা জিতে সেরা সাঁতারু নির্বাচিত হয়েছেন।

খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সহকারী নৌ-বাহিনী প্রধান (পার্সোনেল) রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা। এ সময় সুইমিং ফেডারেশনের সহ-সভাপতি ও ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. সেলিম মিয়া উপস্থিত ছিলেন।