সাভারের জাতীয় স্মৃতিসৌধে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত ১০টার কিছু পর তিনি জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদন শেষে রাত ১০টা ৩৭ মিনিটে বাসে বসেই জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন তিনি।
এর আগে দেশে ফেরার দ্বিতীয় দিন শুক্রবার দুপুরে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন তারেক রহমান। গুলশানের বাসভবন থেকে জিয়া উদ্যান পর্যন্ত পুরো পথজুড়ে তাকে স্বাগত জানান হাজারো নেতাকর্মী।

পথে নেতাকর্মীদের অভিবাদন গ্রহণ করেন তারেক রহমান। হাত নেড়ে শুভেচ্ছা জানান তিনি। পরে বিকেল পৌনে ৫টার দিকে জিয়া উদ্যান এলাকায় পৌঁছান। সেখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে নিয়ে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর দোয়া ও মোনাজাতে অংশ নেন। এ সময় আবেগাপ্লুত হয়ে পড়েন তারেক রহমান। তাঁকে চোখ মুখতে দেখা যায়।
জিয়াউর রহমানের কবর জিয়ারত শেষে ওই বাসেই বিকেল ৫টা ৪ মিনিটে সাভারের জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশ্যে রওনা হন তারেক রহমান। দীর্ঘ যাত্রা শেষে রাত ১০টার কিছু পর তিনি জাতীয় স্মৃতিসৌধে পৌঁছে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
এই শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি সম্মান জানানো এবং জাতির ইতিহাসে তাদের অবদানের স্মরণে গভীর শ্রদ্ধা প্রকাশ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
এনএনবাংলা/

আরও পড়ুন
খালেদা জিয়ার কবর জিয়ারতে মানুষের ঢল: কেউ করছেন দোয়া, কারও চোখে পানি
৭ জানুয়ারির পর সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের
তথ্যে গড়মিলে বগুড়া-২ আসনে মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বাতিল