নিজস্ব প্রতিবেদক :
ঢাকায় ফিরে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ জেমি ডে তিন দিন কোয়ারেন্টাইনে ছিলেন। সোমবার বাফুফে ভবনে গিয়েছিল সভাপতি কাজী সালাউদ্দিনের সঙ্গে দেখা করতে। তাকে ডাকা হয়েছিল সাফ নিয়ে প্রস্তুতির আলাপ সারতে। ১-১৩ অক্টোবর মালদ্বীপে সাউথ এশিয়ান চ্যাম্পিয়নশিপ (সাফ) অনুষ্ঠিত হবে। এ মাসের শেষ দিকে জাতীয় দলের অনুশীলন শুরু করবেন কোচ। সোমবার বাফুফের সভাপতির রুম থেকে বেরিয়ে কোচ জেমি জানিয়েছেন, সাফ চ্যাম্পিয়নশিপের জন্য জাতীয় দলে আসতে পারে তিন-চার জন নতুন মুখ। ফিফা এএফসির বাধা না থাকলে বাংলাদেশের পাসপোর্ট পাওয়া নাইজেরিয়ান ফরোয়ার্ড বসুন্ধরার কিংসের এলিটা কিসলেকেও নেওয়ার ভাবনা আছে কোচের। কিরগিজস্তানে ফিফা প্রীতি ম্যাচ সাফের প্রস্তুতির জন্য সেটা হবে বড় প্ল্যাটফরম, জানিয়েছেন জেমি ডে। জাতীয় দলসংক্রান্ত নানা বিষয় নিয়ে সভাপতি কাজী সালাউদ্দিনের সঙ্গে বৈঠক করেছেন ঘণ্টা দুয়েক। আলোচনা হয়েছে কিরগিজস্তান আর ফিলিস্তিনের বিপক্ষে প্রীতি ম্যাচ নিয়েও। জেমি বললেন, ‘ছুটি কাটিয়ে ফিরলাম। সভাপতির সঙ্গে কথা হলো। লিগ শেষ করেই জাতীয় দলের ক্যাম্প শুরু করতে চাই। গেল তিন বছর দলে তেমন পরিবর্তন আসেনি। এবার তিন-চার জন নতুন মুখ আসতে পারে। ফিফা-এএফসির বাধা না থাকলে এলিটা কিসলেকেও আমার পছন্দ।’ এবার সাফ হওয়ার কথা ছিল ঢাকায় কিন্তু করোনার কারণে সেটি চলে গেছে মালদ্বীপে। সেখানে সাফ চ্যাম্পিয়নশিপের ১৩তম আসর। তার আগে সেপ্টেম্বরের শুরুতে কিরগিজস্তানে ফিফা উইন্ডোতে তিনটি প্রীতি ম্যাচ খেলার সুযোগ হয়েছে জামাল ভুঁইয়াদের। জেমি বললেন, ‘ফিফা উইন্ডোতে তিনটি ম্যাচ খেলার আয়োজন করেছে বাফুফে। এটা খুব ভালো। সাফের প্রস্তুতির দারুণ একটা সুযোগ। শক্তিশালী দলের বিপক্ষে নিজেদের ভুলত্রুটিগুলো বেরিয়ে আসবে। যা শুধরে নিলে সাফে ভালো পারফরম্যান্স করার সুযোগ থাকবে।’ তিনি জানিয়েছেন, তিনি ছুটিতে থাকলেও লন্ডনে বসে বাংলাদেশের প্রিমিয়ার লিগের খেলা দেখেছেন। লিগের যে কয়টি মাচ বাকি রয়েছে সেগুলো এখন ঢাকায় বসে দেখবেন। তার পরই স্কোয়াড ঘোষণা করবেন জেমি ডে।
আরও পড়ুন
অবশেষে বিপিএলের টিকিট মূল্য প্রকাশ, কিনবেন যেভাবে
ঢাকায় নেমে আফ্রিদি বাংলায় বললেন, ‘আমি চলে এসেছি’
টেস্ট ক্রিকেট: মরণদশা থেকে বাঁচানোর উপায় কী