অনলাইন ডেস্ক :
দুই দিন আগে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ জানিয়েছিলেন প্রবাসী কোনো ফুটবলার জাতীয় দলের সাফে থাকছে না। গতকাল জানা গেল, আরও একজন প্রবাসী ফুটবলার সাফের প্রাথমিক দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। এবার লন্ডন প্রবাসী তরুণ ফুটবলার সাফের ৩৪ জনের তালিকায় রাখা হয়েছে। এরইমধ্যে ৩৪ জনের নামের তালিকা সরকারের কাছে পাঠানো হয়েছে অনুমোদনের জন্য। সেখানে লন্ডন প্রবাসী ইউসুফ জুলকারনাইন ঢাকায় আসবেন। কিন্তু তার বাংলাদেশি পাসপোর্ট নেই। ইউসুফ জুলকারনাইন এখন লন্ডনে আছেন। বাফুফে জানিয়েছে, এই তরুণ পাসপোর্ট পেয়ে যাবেন এবং ভিসা নিয়ে ঢাকায় আসবেন। সবকিছুই দ্রুত আগাচ্ছে। এটাকিং মিডফিল্ড পজিশনে খেলবেন জুলকারনাইন। এর আগে কানাডা এবং ফ্রান্স হতে দুই জন এসেছিলেন। কিন্তু তাদেরকে সাফের দলে রাখা হয়নি। জাতীয় দল ম্যানেজম্যান্ট কমিটির সভা রয়েছে। সভা শেষে ঘোষণা করা হবে কবে নাগাদ অনুশীলন শুরু হবে। ২০ সেপ্টেম্বর জেমি ডে অনুশীলনে নামার কথা রয়েছে। আগামী ১ থেকে ১৬ অক্টোবর মালদ্বীপের রাজধানী মালেতে সাফ চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে। বাংলাদেশসহ ৫ দেশ খেলবে এবারের আসরে।
আরও পড়ুন
নাহিদ রানার ৩ শিকার, জিম্বাবুয়ের ৪ উইকেট নিয়ে লাঞ্চে বাংলাদেশ
১৯১ রানেই অলআউট বাংলাদেশ
সাভারে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত