অনলাইন ডেস্ক :
দেশের শীর্ষ পর্যায়ের ফুটবলে প্রথমবার খেলতে এসেই স্বপ্ন পূরণ হতে যাচ্ছে শাহরিয়ার ইমনের। মোহামেডান স্পোর্টিং ক্লাবের জার্সিতে এবারের লিগে দুই গোলের পাশাপাশি তিন অ্যাসিস্ট করে নজর কেড়েছেন জাতীয় দলের কোচ হাভিয়ের কাবরেরার। আগামী সেপ্টেম্বরে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচের ২৭ সদস্যের প্রাথমিক দলে জায়গা করে নিয়েছেন ২১ বছর বয়সী এই উইঙ্গার। ইমনের পেশাদার ফুটবল ক্যারিয়ার অল্প সময়ের। বলতে গেলে মাত্র এক মৌসুম। এত তাড়াতাড়ি জাতীয় দলে জায়গা করে নিবেন সেটা ভাবনাতেও ছিলনা তার, ‘প্রথমবার লিগ খেললাম। এবারই যে জাতীয় দলে ডাক পাব এটা ভাবিনি আমি। তবে সবকিছু মিলিয়ে, আলহামদুলিল্লাহ। এখন মূল দলে জায়গা করে নেওয়ার লড়াই করতে হবে আমাকে। ‘ ২০১৮ সালে খুলনা থেকে মোহামেডানে এসেছিলেন ট্রায়াল দিতে। কিন্তু ট্রায়ালে কোচদের সন্তুষ্ট করতে না পারায় ফিরে যেতে হয়েছিল। এরপর ২০১৯ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেন ইমন। ২০২১ সালে সেনাবাহিনীর হয়ে স্বাধীনতা কাপে মোহামেডানের বিপক্ষে একটি গোল করে সাদা-কালো কর্মকর্তাদের নজরে আসেন। প্রায় চার বছর পর সেই মোহামেডানই তাকে ফিরিয়ে আনে এবারের প্রিমিয়ার লিগে। ক্লাবটির হয়ে নিজেকে প্রমাণ করে জায়গা করে নিলেন জাতীয় দলের প্রাথমিক দলে। শুরুতে পরিবারের সমর্থন পাননি ইমন। বাবা-মা চেয়েছিল পড়াশোনা করে ছেলে হবে সরকারী চাকুরীজীবী। কিন্তু ইমন ছিলেন পড়াশোনার প্রতি উদাসীন। পড়াশোনার চেয়ে মাঠে থাকতে পছন্দ করতেন খুলনার এই ফুটবলার, ‘আব্বা-মা চাইতো না যে আমি ফুটবল খেলি। তারা চাইতো পড়াশোনা করে সরকারি চাকরি করি। কিন্তু আমি চুরি করে মাঠে খেলতে যেতাম। স্কুল ফুটবলে আমি গোলকিপার ছিলাম। কিন্তু সাইফুল স্যারের কথায় আক্রমণভাগে খেলা শুরু করি। ২০১৭ সালে এসএসসি পরীক্ষা দেই কিন্তু ফেল করি, যদিও পরেরবার পাস করি। এরপর আব্বা-মা বুঝলেন পড়াশোনার চেয়ে খেলা নিয়ে আমি বেশি সিরিয়াস। তাই আমাকে খেলায় মনোযোগ দিতে বলেন। তখন থেকে খুলনা লিগে খেলা শুরু করি। ‘ইমনের লক্ষ্য এখন প্রাথমিক দল থেকে কাবরেরার মূল দলে জায়গা করে নেওয়ার। কিন্তু সেই পথ যে বেশ কঠিন সেটাও জানেন তিনি, ‘মূল দলে জায়গা করে নেওয়ার জন্য যা করা দরকার তাই করব আমি। যদিও এই পজিশনে আরো ভালো খেলোয়াড় আছে কিন্তু এসব না ভেবে অনুশীলনে সেরাটা দিতে চাই। ‘
আরও পড়ুন
বিশ্বকাপের সুপার সিক্সে বাংলাদেশ
মুখোমুখি হচ্ছেন সাকিব-তামিম
চ্যাম্পিয়নস ট্রফির জার্সিতে ‘পাকিস্তান’ লেখা নিয়ে আপত্তি ভারতের, খেপেছে পিসিবি