January 18, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, February 20th, 2023, 8:43 pm

জাতীয় হ্যান্ডবলে আনসারের মেয়েরাই সেরা

অনলাইন ডেস্ক :

মোটামুটি লড়াই হলো প্রথমার্ধে। দ্বিতীয়ার্ধে দাপুটে বাংলাদেশ আনসারের সামনে তেমন একটা সুবিধা করতে পারল না পঞ্চগড় জেলা সংস্থা। তাদের হারিয়ে মেয়েদের জাতীয় হ্যান্ডবলের মুকুট ধরে রাখল আনসার। যশোরের শামস-উল-হুদা স্টেডিয়ামে সোমবার ফাইনালে পঞ্চগড়কে ৩০-১৯ গোলে হারায় আনসার। প্রথমার্ধে জয়ী দল এগিয়ে ছিল ১৮-১১ ব্যবধানে। এ নিয়ে টানা ষষ্ঠ এবং সব মিলিয়ে ২২ বার জাতীয় হ্যান্ডবলে ট্রফি জিতল আনসার। গতবারের মতো এবারও আনসারের কাছে হেরে রানার্সআপ হওয়া পঞ্চগড়ের শিরোপা অপেক্ষা বাড়ল আরও। চ্যাম্পিয়ন দলের আলপনা আক্তার প্রতিযোগিতার সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন। ১৯৮৩ সালে শুরু হওয়া এই প্রতিযোগিতায় এবার হলো ৩৪তম আসর। আনসার প্রথম শিরোপার স্বাদ পেয়েছিল দ্বিতীয় আসরে। সেবার অবশ্য তাদের দুটি দল লাল ও সবুজে ভাগ হয়ে অংশ নিয়েছিল। জিতেছিল লাল দল। এবারের প্রতিযোগিতায় মাদারীপুর জেলা ক্রীড়া সংস্থাকে ২০-৫ গোলে হারিয়ে তৃতীয় হয়েছে বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাবের মেয়েরা।