December 20, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, December 20th, 2025, 2:55 pm

জানাজার পর মিছিল নিয়ে শাহবাগের উদ্দেশে লাখো জনতা

 

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও জুলাই বিপ্লবের শহিদ শরিফ ওসমান হাদির জানাজা শেষে মিছিল নিয়ে শাহবাগে যাওয়ার আহ্বান জানিয়েছেন সংগঠনটির সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে হাদির জানাজা নামাজের আগে দেওয়া বক্তব্যে তিনি এই আহ্বান জানান। জানাজা শেষে বিপুলসংখ্যক মানুষ শাহবাগের দিকে যাত্রা শুরু করেন।

বক্তব্যে আব্দুল্লাহ আল জাবের বলেন, “আমরা এখানে শুধু শোক প্রকাশ করতে আসিনি, ভাইয়ের রক্তের বদলা নিতে জানাজায় দাঁড়িয়েছি।”

তিনি অভিযোগ করেন, হাদির ওপর হামলার এক সপ্তাহ পার হলেও এখনো হামলাকারীকে গ্রেপ্তার করা হয়নি। এ অবস্থায় আগামী ২৪ ঘণ্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদাবক্স চৌধুরীকে গত এক সপ্তাহে নেওয়া পদক্ষেপ সম্পর্কে জনগণের কাছে স্পষ্ট ব্যাখ্যা দেওয়ার দাবি জানান তিনি।

এর আগে জানাজা মঞ্চে বক্তব্য রাখেন ধর্ম উপদেষ্টা। তিনি শহিদ হাদির জন্য সবার কাছে দোয়া কামনা করেন। এরপর বক্তব্য দেন প্রধান উপদেষ্টা। পরে হাদির বড় ভাই বক্তব্য রাখেন এবং তিনিই জানাজার নামাজে ইমামতি করেন।

এনএনবাংলা/