April 3, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, October 30th, 2024, 8:52 pm

জানা গেলো ২০২৫ সালে বাংলাদেশে রোজার সম্ভাব্য তারিখ

নিজস্ব প্রতিবেদক
আসছে আবার বছর ঘুরে মাহে রমজান। আকাশে রজব মাসের চাঁদ উঁকি দিলেই মুসলমানরা রমজানের প্রস্তুতি শুরু করেন। ক’দিন পরে শুরু হবে জমাদিউল আউয়াল। এর পরের মাস জমাদিউস সানি শেষ হলেই উঁকি দেবে রজব। এরপর শাবান শেষ হলেই শুরু হবে মাহে রমজান।

পবিত্র এই মাসে বিশ্বের শতকোটি ধর্মপ্রাণ মুসলিম রোজা পালন করেন। সম্প্রতি রমজান শুরুর সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)।

দ্য ইমেরিটাস অ্যাস্ট্রোনমি সোসিটি তাদের পূর্বাভাসে জানিয়েছে, ২০২৫ সালের ১ মার্চ দেশটিতে রোজা শুরু হতে পারে। তবে, তারা সামনের মাস জমাদিউল আউয়ালের চাঁদ না দেখা পর্যন্ত জোর দিয়ে কিছু বলতে নারাজ।

তাদের ধারণা অনুযায়ী, ৩ নভেম্বর দেখা যাবে সামনের নতুন চাঁদ। এরপর নিশ্চিতভাবেই বলা যাবে রমজান শুরুর তারিখ।

সংস্থাটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান গালফ নিউজকে বলেন, সম্ভবত আগামী বছরের ১লা মার্চ আমিরাতে রমজান শুরু হবে, তবে সবকিছু চাঁদ দেখার ওপর নির্ভর করছে।

বাংলাদেশে সাধারণত মধ্যপ্রাচ্যের পরের দিন রমজান শুরু হয়। সেই হিসেবে তাদের পূর্ভাবাস যদি সত্য হয়, তাহলে বাংলাদেশে রোজা শুরুর সম্ভাব্য তারিখ আগামী ২ মার্চ। যদিও এজন্য দেশের আকাশে ১ মার্চ সন্ধ্যায় রমজানের চাঁদ দেখা যেতে হবে। আর এই ঘোষণা দেবে ইসলামিক ফাউন্ডেশন।