December 17, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, October 21st, 2025, 3:40 pm

জাপানের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন তাকাইচি

 

জাপানের পার্লামেন্ট ইতিহাস গড়েছে—দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন অতি-রক্ষণশীল রাজনীতিক সানায়ে তাকাইচি। মঙ্গলবার (২১ অক্টোবর ২০২৫) পার্লামেন্টের ভোটে তিনি নির্বাচিত হন বলে জানিয়েছে রয়টার্স।

পাবলিক ব্রডকাস্টার এনএইচকে-এর তথ্যমতে, ৪৬৫ আসনের নিম্নকক্ষে প্রথম দফার ভোটেই তাকাইচি ২৩৭ ভোট পেয়ে নিরঙ্কুশ জয় নিশ্চিত করেন, ফলে দ্বিতীয় দফার ভোটের প্রয়োজন হয়নি।

তাকাইচির জয় আসে তার দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ও জাপান ইনোভেশন পার্টি (জেআইপি)-এর নবগঠিত জোট সরকারের ফলস্বরূপ। দুই দল সপ্তাহান্তে এক চুক্তি স্বাক্ষরের মাধ্যমে জোট সরকার গঠনের ঘোষণা দেয়।

এর মাধ্যমে তিনি সাবেক প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার স্থলাভিষিক্ত হলেন। জুলাইয়ের নির্বাচনে এলডিপির করুণ পরাজয়ের পর তিন মাস ধরে চলা রাজনৈতিক অচলাবস্থা ও বিতর্কের অবসান ঘটালেন তাকাইচি।

জেআইপি নেতা ও ওসাকার গভর্নর হিরোফুমি ইয়োশিমুরার সঙ্গে জোটচুক্তি স্বাক্ষরের পর তাকাইচি বলেন,

“রাজনৈতিক স্থিতিশীলতা এখন অত্যন্ত জরুরি। স্থিতিশীলতা ছাড়া আমরা শক্তিশালী অর্থনীতি কিংবা কার্যকর কূটনীতির পথে অগ্রসর হতে পারব না।”

৬৪ বছর বয়সী এই রাজনীতিক এলডিপির কট্টরপন্থী শাখার সদস্য এবং তাকে জাপানের ‘আয়রন লেডি’ হিসেবেও পরিচিত করা হয়। তিনি সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচারের অনুরাগী হিসেবে পরিচিত।

রয়টার্স জানিয়েছে, তাকাইচির সামনে এখন বহু চ্যালেঞ্জ অপেক্ষা করছে—মন্দায় জর্জরিত অর্থনীতি পুনরুদ্ধার, যুক্তরাষ্ট্রের সঙ্গে জটিল সম্পর্ক সামলানো এবং কেলেঙ্কারি ও অভ্যন্তরীণ দ্বন্দ্বে জর্জরিত শাসক দলকে ঐক্যবদ্ধ রাখা তার প্রধান কাজ হবে।

এনএনবাংলা