অনলাইন ডেস্ক :
জাপানের পশ্চিমাঞ্চলে শুক্রবার এক নির্বাচনী প্রচারণায় বক্তব্য দেয়ার সময় গুলিবিদ্ধ হয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে। এ সময় তিনি হৃদরোগেও আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে।
রবিবার জাতীয় সংসদের উচ্চকক্ষ নির্বাচনের আগে নির্বাচনী প্রচারণার ভাষণ দেয়ার সময় আবে এই হামলার শিকার হন।
এনএইচকে পাবলিক টেলিভিশন শুক্রবার বিষয়টি জানিয়েছে।
প্রকাশিত ফুটেজ-এ দেখা গেছে, আবে রক্তাক্ত অবস্থায় নিচে পড়ে গেলে বেশ কয়েকজন নিরাপত্তারক্ষী তার দিকে ছুটে যান। এ সময় আবেকে বুক চেপে ধরেতে দেখা গেছে।
এনএইচকে বলছে, আবেকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা হামলার সময় গুলির শব্দ শোনার কথা জানিয়েছেন।
এনএইচকে জানিয়েছে, পুলিশ হত্যা চেষ্টার সন্দেহে ঘটনাস্থল থেকে এক সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করেছেন।
আরও পড়ুন
নববর্ষ উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শুভেচ্ছা
পুরুষের ১৭, নারীর ২২ মিনিট আয়ু কেড়ে নেয় প্রতিটি সিগারেট
থার্টিফার্স্ট নাইট : ঢাবির ৭ প্রবেশপথ বন্ধ থাকবে ১০ ঘণ্টা