জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে মঙ্গলবার অন্তত ৩০ শিক্ষার্থী আহত হয়েছেন।
আহতদের মধ্যে আশংকাজনক পাঁচজনকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ক্যাম্পাসে ‘চ্যান্সেলর কাপ’ ফুটবল খেলা চলাকালে বিতর্কিত গোলকে কেন্দ্র করে মাওলানা ভাসানী ও আ. ফ. ম. কামাল উদ্দিন হলের শিক্ষার্থীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে।
আশংকাজনক ছাড়া আহত সকলেই বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্র থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
প্রভোস্ট কমিটির সভাপতি অধ্যাপক আব্দুল্লাহ হেল কাফি বলেন, ‘আমরা শিক্ষার্থীদের শান্ত করেছি। দুই হলের শিক্ষার্থীরা আপাতত হলে ফিরে গেছে। সবাইকে নিয়ে বসে ঘটনার প্রকৃত কারণ উদঘাটন করে যথাযথ ব্যবস্থা নেব।’
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নুরুল আলম বলেন, শিক্ষার্থীদের চিকিৎসার যাবতীয় খরচ বিশ্ববিদ্যালয় প্রশাসন বহন করবে এবং ব্যবস্থা নেবে।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আখতারুজ্জামান বলেন যে তার সংগঠন সংঘর্ষের দায় নেবে না কারণ ঘটনার সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই।
—–ইউএনবি
আরও পড়ুন
স্কুলে যাচ্ছে ৬ কোটি পাঠ্যবই, অনলাইনে মিলবে সব
রংপুর নবায়নযোগ্য শক্তির জন্য ঐক্যবদ্ধ: ২০২৫ সালে ১০০% নবায়নযোগ্য শক্তির বাধা অতিক্রম করে
শীতার্ত মানুষের মাঝে রংপুর মহানগর জামায়াতের শীতবস্ত্র বস্ত্র বিতরণ