December 26, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, November 21st, 2024, 10:21 pm

জাবি ছাত্রী নিহতের ঘটনায় ১১ দফা দাবিতে অনুষদ ভবনে তালা

নিজস্ব প্রতিবেদক:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ব্যাটারিচালিত রিকশার ধাক্কায় শিক্ষার্থী নিহতের ঘটনায় চালককে গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করাসহ ১১ দফা দাবিতে বিজনেস স্টাডিজ অনুষদে তালা দিয়েছেন শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় বিজনেস স্টাডিজ অনুষদের সমানে অবস্থান নিয়ে ভবনের ফটকে তালা দেন শিক্ষার্থীরা। এরপর সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন তারা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে নতুন প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়।

তাদের দাবিগুলো হলো- আগামী সাত কর্মদিবসের মধ্যে সিন্ডিকেট সভায় জাবির মেডিকেল সেন্টারে মুমূর্ষু ব্যক্তির পর্যাপ্ত চিকিৎসার ব্যবস্থা করা; রাচিকে মরোণত্তর ডিগ্রি প্রদান ও তার পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া; অটোরিকশা সম্পূর্ণরূপে বন্ধ করা, বিকল্প হিসেবে প্যাডেল চালিত রিকশা ও স্টুডেন্ট শাটল চালু করা; ক্যাম্পাসে সিসিটিভি ক্যামেরা ও পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা এবং সিসিটিভি নিয়মিত মনিটরিংয়ের আওতায় রাখা; পর্যাপ্ত নিরাপত্তাকর্মী রাখতে হবে ও ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ নিষেধের উপর কঠোর জোর দেওয়া; রাচির স্মরণে ক্যাম্পাসে স্থায়ী স্মৃতিফলক নির্মাণ করা এবং নির্মাণাধীন কেন্দ্রীয় লাইব্রেরির একটি অংশের নাম রাচির নামে করা; শিক্ষার্থীদের তদন্ত কমিটিতে পর্যবেক্ষক হিসেবে রাখা; রাস্তার মোড়ে সাইড মিরোর ব্যবস্থা করা ও ফুটপাত নির্মাণ করা।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী মো. আলী চিশতি বলেন, আমাদের বোন রাচির মৃত্যুর ঘটনার প্রতিবাদে এবং নিরাপদ ক্যাম্পাসের দাবিতে আমরা আন্দোলন করছি। ৪৮ ঘণ্টা পার হলেও আমাদের দাবিগুলোর বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের দৃশ্যমান পদক্ষেপ নিতে দেখিনি। আমরা শুনেছি, মামলা হয়েছে কিন্তু পুলিশ তদন্ত কাজ শুরু করেনি। আমরা জানি, সব দাবি একদিনের মধ্যে বাস্তবায়ন করা সম্ভব না, তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দৃশ্যমান কিছু পদক্ষেপ নিতে হবে। অন্যথায় আমাদের আন্দোলন চলবে।

সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম বলেন, বিশ্ববিদ্যালয়ে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। আমরা অপরাধীকে শনাক্ত করার চেষ্টা করছি। ইতিমধ্যে এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এছাড়া শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে ব্যাটারিচালিত রিকশা ক্যাম্পাসে নিষিদ্ধ করেছি। অন্য দাবিগুলো বাস্তবায়নে কাজ করছি।