অনলাইন ডেস্ক :
হাঁটুর লিগামেন্ট ইনজুরিতে পড়ে চলমান টি-টোয়েন্টি বিশ^কাপ থেকে ছিটকে গেলেন পাকিস্তানের বাঁ-হাতি ব্যাটার ফখর জামান। বৃহস্পতিবার (৩রা নভেম্বর) সিডনিতে সুপার টুয়েলভে নিজেদের চতুর্থ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে নামার আগে এই খবর নিশ্চিত করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। জামানের পরিবর্তে পাকিস্তান দলে ডাক পেয়েছেন অলরাউন্ডার মোহাম্মদ হারিস। বিশ্বকাপ টেকনিক্যাল কমিটি ইতোমধ্যেই হারিসকে দলে অন্তর্ভুক্তির অনুমোদন দিয়েছে। গত এশিয়া কাপে হাটুঁর ইনজুরিতে পড়েন জামান। ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে ও ত্রিদেশীয় সিরিজে খেলতে পারেননি তিনি। ইনজুরির কারণে বিশ^কাপে পাকিস্তান দলে স্টান্ডবাই তালিকায় ছিলেন জামান। লেগ-স্পিনার উসমান কাদিরের ইনজুরিতে মূল দলে জায়গা পান জামান। বিশ^কাপে সুপার টুয়েলভে পাকিস্তানের প্রথম দুই ম্যাচে খেলার সুযোগ পাননি জামান। নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচে সুযোগ পেয়ে ৩টি চারে ১৬ বলে ২০ রান করেন তিনি। পাকিস্তানের হয়ে চারটি ওয়ানডে ও ১টি টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা আছে ২১ বছর বয়সী হারিসের। ব্যাটিংয়ের সাথে অফ-স্পিন বোলিং ও উইকেটের পেছনেও দায়িত্ব পালনে পারদর্শী হারিস। সুপার টুয়েলভে নিজেদের প্রথম দুই ম্যাচে যথাক্রমে ভারতের কাছে ৪ উইকেটে, জিম্বাবুয়ের কাছে ১ রানে হারে পাকিস্তান। তৃতীয় ম্যাচে নেদারল্যান্ডসকে ৬ উইকেটে হারায় তারা। বৃহস্পতিবার (৩রা নভেম্বর) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের পর আগামী রোববার বাংলাদেশের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচ খেলবে পাকিস্তান।
আরও পড়ুন
মালানের সঙ্গে কী হয়েছিল মাঠে, নিজেই জানালেন তামিম
বিপিএলের মাঝপথে খুলনা টাইগার্সে আরো ২ বিদেশি ক্রিকেটার
মেসির দেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়ানোর আহ্বান প্রধান উপদেষ্টার