সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী এ আদেশ দেন।
এর আগে যাত্রাবাড়ী থানায় দায়ের করা মামলায় মামলার তদন্ত কর্মকর্তা তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করলে আসামিপক্ষের আইনজীবীরা আবেদনের বিরোধীতা করেন।
পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) জানিয়েছে, জঙ্গিবাদে জড়িত থাকার অভিযোগে ডা. মো. শফিকুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার ভোরে রাজধানীর বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।
১০ডিসেম্বর, জামায়াতে ইসলামীর আমির ১০ দফা দাবি ঘোষণা করেছিলেন। যা মূলত বিএনপির কর্মসূচির মতোই।বিএনপির ঘোষণার ঠিক পরেই ২৪ ডিসেম্বর একটি গণমিছিল ঘোষণা করে জামায়াত।
জামায়াতে ইসলামী দেশে গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার ফিরিয়ে আনতে ১০ দফা দাবির ভিত্তিতে দেশব্যাপী একযোগে যুগপৎ গড়ে তোলার ঘোষণা দিয়েছে বলে গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে।
—-ইউএনবি
আরও পড়ুন
মাল্টার নাগরিকত্ব চেয়েও পাননি তারিক সিদ্দিকের স্ত্রী-মেয়ে
কাতারের আমিরকে ধন্যবাদ দিয়ে যা বললেন তারেক রহমান
শীতের সবজির বাজারে স্বস্তি, কমেছে পেঁয়াজ,ডিম-মুরগির দামও