August 25, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, August 24th, 2025, 7:31 pm

জামায়াতের উদ্যোগে কালীগঞ্জে ওয়ার্ড ওলামা প্রতিনিধি সম্মেলন

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ

গাজীপুরের কালীগঞ্জে উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে ওয়ার্ড ওলামা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ আগস্ট) দুপুরে উপজেলা জামায়াতের কার্যালয়ে উপজেলা জামায়াতের সেক্রেটারী তাজুল ইসলামের সঞ্চালনায় ও উপজেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা শিহাব উদ্দিনের সভাপতিত্বে প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও গাজীপুর মহানগর জামায়াতের নায়েবে আমীর মোঃ খায়রুল হাসান।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা শেফাউল হক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা জামায়াতের আইন ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোখলেছুর রহমান খান, উপজেলা জামায়াতের আমীর হাজী মো.আফতাব উদ্দিন।

এসময় জামায়াতের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দসহ ৭২ টি ওয়ার্ডের প্রতিনিধি, ওলামায়ে কেরামগণ, সংগঠনের নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীসহ উপস্থিত ছিলেন।

 

কাজী মোহাম্মদ ওমর ফারুক