April 28, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, April 27th, 2025, 1:32 pm

জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে ইইউ রাষ্ট্রদূত মিলার

ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের, প্রচার সম্পাদক মতিউর রহমান আকন্দ। ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে গিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার।

রোববার (২৭ এপ্রিল) দুপুরে ১২টা ৫ মিনিটে তিনি মগবাজার জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হন।

এ সময় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের, প্রচার সম্পাদক মতিউর রহমান আকন্দ।

এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, নায়েবে আমির আব্দুল্লাহ মু. আবু তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের, প্রচার সম্পাদক মতিউর রহমান আকন্দ প্রমুখ।