December 15, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, December 13th, 2025, 3:09 pm

জামায়াতে যোগ দিলেন বিএনপির সাবেক এমপি মেজর (অব.) আক্তারুজ্জামান

 

সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আক্তারুজ্জামান বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। শনিবার (১৩ ডিসেম্বর) সকাল ৯টায় রাজধানীতে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এ সময় প্রাথমিক সহযোগী সদস্য ফরম পূরণ করে আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে অন্তর্ভুক্ত হন আক্তারুজ্জামান।

সাক্ষাৎকালে জামায়াত আমিরের উপস্থিতিতে আক্তারুজ্জামান বাংলাদেশ জামায়াতে ইসলামীর নীতি ও আদর্শ, দেশপ্রেম এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দলটির দৃঢ় অবস্থানের প্রতি গভীর আস্থা ও সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, ইসলাম ও ইসলামী মূল্যবোধ, দেশের স্বার্থ এবং স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় তিনি জীবনের বাকি সময় ব্যয় করতে চান।

এ সময় তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিয়ম-কানুন, আদর্শ, দলীয় শৃঙ্খলা ও আনুগত্যের প্রতি অবিচল থাকার অঙ্গীকার করেন। পরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান তাকে আলিঙ্গন করেন এবং তার দীর্ঘ ও নেক হায়াত কামনা করেন।

উল্লেখ্য, এর আগে দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আক্তারুজ্জামান বিএনপি থেকে বহিষ্কৃত হন। তিনি কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ছিলেন। ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন, তবে আওয়ামী লীগ প্রার্থী ও সাবেক আইজিপি নূর মোহাম্মদের কাছে পরাজিত হন।

এ ছাড়া, বিএনপির মনোনয়নে আক্তারুজ্জামান ১৯৯১ ও ১৯৯৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে একই আসন থেকে টানা দুইবার সংসদ সদস্য নির্বাচিত হন। সে সময় আসনটি শুধু কটিয়াদী উপজেলা নিয়ে গঠিত ছিল।

এনএনবাংলা/