December 13, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, October 9th, 2025, 3:23 pm

জামায়াত আমিরের সঙ্গে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ান হাইকমিশনার মিস সুসান রাইল সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বৃহস্পতিবার সকাল ৯টায় রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমিরের কার্যালয়ে এ সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়। এতে ডেপুটি হাইকমিশনার মি. ক্লিন্টন পোবকে, পলিটিক্যাল ফার্স্ট সেক্রেটারি মিস আনা পিটারসনসহ অস্ট্রেলিয়ান হাইকমিশনের চার জন প্রতিনিধি উপস্থিত ছিলেন।খবর (বাসস)

সংগঠনের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মাওলানা ইয়াছিন আরাফাত বৈঠকে উপস্থিত ছিলেন ।

বৈঠকটি অত্যন্ত ইতিবাচক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। হাইকমিশনার আলোচনার শুরুতে ডা. শফিকুর রহমানের স্বাস্থ্যের খোঁজ নেন এবং তার দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করেন।

এতে বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন ও গণতন্ত্রকে অর্থবহ করার ক্ষেত্রে জামায়াতে ইসলামীর ভূমিকা নিয়েও বিস্তারিত আলোচনা হয়। এছাড়া নারী অধিকার, নারীর সামাজিক, অর্থনৈতিক ও প্রশাসনিক ক্ষেত্রে অংশগ্রহণ এবং স্বাধীনভাবে কাজ করার বিষয়ে জামায়াতের অবস্থান তুলে ধরা হয়।

আলোচনায় বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা— বিশেষ করে জ্বালানি ও তৈরি পোশাক খাতের উন্নয়ন বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। এসময় হাইকমিশনার দুর্নীতিমুক্ত সমাজ গঠনে জামায়াতে ইসলামীর ভূমিকার প্রশংসা করেন।

দ্বিপাক্ষিক স্বার্থ সংক্রান্ত সহযোগিতা ভবিষ্যতে আরও বেগবান করার বিষয়ে এবং বাংলাদেশের স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামে অস্ট্রেলিয়ান সরকারের সম্ভাব্য অংশীদারিত্ব ও সহযোগিতা নিয়েও বৈঠকে আলোচনা হয়।

এনএনবাংলা/