September 15, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, September 15th, 2025, 12:34 pm

জামায়াত আমিরের সঙ্গে শীর্ষ শিল্প মালিক প্রতিনিধিদের সাক্ষাৎ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দেশের শীর্ষস্থানীয় শিল্প মালিকদের একটি প্রতিনিধি দল। রোববার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর বসুন্ধরায় দলের অস্থায়ী কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে দেশের শিল্প-বাণিজ্যের সম্ভাবনা, নতুন বিনিয়োগের সুযোগ, শিল্প পরিবেশ এবং সমসাময়িক চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয়। বিশেষভাবে আলোচনায় আসে আসন্ন শ্রম আইন ২০২৫। শিল্প মালিকরা এ সময় সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানান—দেশের সব শিল্প কারখানায় স্থিতিশীলতা বজায় রাখতে যেন সম্মিলিতভাবে সহযোগিতা করা হয়।

জবাবে জামায়াতের আমির বলেন, দেশের অর্থনীতিকে গতিশীল রাখতে শ্রমিক-মালিক সম্পর্ক উন্নয়ন অত্যন্ত জরুরি। একই সঙ্গে তিনি তার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে আসায় প্রতিনিধি দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শিল্প মালিকদের প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও স্কয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী, বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান, বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি ফজলে শামীম এহসান, বিজিএমইএ পরিচালক সাইফুল্লাহ মানছুর, বিজিএমইএ’র ওয়ান স্টপ সার্ভিস সেলের চেয়ারম্যান মোজাম্মেল হক ভুঁইয়া এবং জনসংযোগ ও প্রচার কমিটির চেয়ারম্যান মাসুদ কবির।

এ ছাড়া জামায়াতের শিল্প-বাণিজ্য শাখার সভাপতি শহিদুল ইসলাম, সেক্রেটারি জেনারেল ডা. আনোয়ারুল আজিম এবং বিশিষ্ট চিকিৎসক ডা. খালিদুজ্জামানও এ সময় উপস্থিত ছিলেন।

এনএনবাংলা/