August 14, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, August 6th, 2025, 4:50 pm

বেদনা মাঝেও হাসি ফুটানো ৩৬ জুলাই বিএনপি,জামায়াত, ইসলামী আন্দোলন ও সর্বস্তরের জনতার গঙ্গাচড়ায় বিজয় মিছিল

গঙ্গাচড়া(রংপুর) প্রতিনিধি:

ছাত্রদের কোটা আন্দোলন থেকে রাজাকার শ্লোগানে মুখরিত যখন তখন ফ্যাসিবাদ খুনি হাসিনার নির্দেশে তার পোষাবাহিনীর নির্বিচারে গুলি ও তার দলের নেতাকর্মী এবং দোসরদের হাতে আন্দোলন কারী নিরহ ছাত্রদের হত্যা প্রতিবাদে ক্ষীপ্ত জনতা ও ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মী, সমর্থক এবং অভিভাবক ছাত্রদের আন্দোলনে যোগদিয়ে ফ্যাসিবাদ হাসিনার পতনের একদফা দাবিতে আন্দোলন আরো দেশব্যাপী বেগবান করে তুলে। রাজনৈতিক দলের দায়িত্বশীলগণ ও ছাত্র সমন্বনয়করা দেন আন্দোলন চালিয়ে যাওয়ার দিকনির্দেশনা বানী। শত শত মায়ের বুক খালি করে, স্ত্রী হয় স্বামী হারা, ছেলেকে করে পিতা হারা, পিতাকে সন্তান হারা করেও যখন রুখতে পারেনা ছাত্র-জনতার আন্দোলন, তখন ফ্যাসিবাদ ও তার দোসরা দিশেহারা হয়ে পড়ে এবং ফ্যাসিবাদের প্রধান হাসিনা ৩৬ জুলাই (৫ আগস্ট) ফ্যাসিবাদী ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যায়। আর এ দিনটি নতুন বাংলাদেশ  হিসেবে রুপ নেয় এবং এ দিনটি ঐতিহাসিক দিন হিসেবে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের দিন তথা আরেকটা বিজয়ের দিন। স্বরণীয় এ দিনটি একটি বছর পর ফিরে এসেছে। বেদনার মাঝেও বিজয়ের হাসি ফুটানো এ দিনটি সারাদেশ ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দল, ছাত্র-জনতা আনন্দের বিজয় মিছিল করেছে। গঙ্গাচড়ায় বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন ও সর্বস্তরের জনতা পৃথক পৃথক ভাবে মঙ্গলবার বিজয় মিছিল করেছে। গঙ্গাচড়া উপজেলা বিএনপির উদ্যোগে ডাকবাংলো মাঠ থেকে বিকাল সাড়ে ৩ টায় একটি বিরাট বিজয় মিছিল বের করে। মিছিল গঙ্গাচড়ার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় উপজেলা বিএনপির সভাপতি চাঁদ সরকার, সাধারণ সম্পাদক আইয়ুব আলী, জেলা বিএনপির সদস্য ওয়াহেদুজ্জামান মাবু, আখেরুজ্জামান মিলন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শফিকুল ইসলাম চান, যুগ্ন সাধারণ সম্পাদক বেলাল প্রামানিক, সাংগঠনিক সম্পাদক আপেল মাহমুদ, মিজানুর রহমান লুলু, কেন্দ্রীয় জাতীয়তাবাদী প্রচার দলের সহ-সভাপতি রুহুল ইসলাম, উপজেলা যুবদলের আহবায়ক সাজু আহম্মেদ স্বপন, সদস্য সচিব শাহিন আলম সোনা, ছাত্র দলের আহবায়ক তিতাস, সিনিয়র যুগ্ম আহবায়ক আশিক, সদস্য সচিব কাফী, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রঞ্জু, সদস্য বুলবুল, কৃষক দলের আহবায়ক বিএনপি সবুজ, সদস্য সচিব শহিদুল ইসলাম, শ্রমিক দলের আহবায়ক মজমুল, সদস্য সচিব সাদ্দাম, মহিলা দলের সভানেত্রী তৃষনা, সাধারণ সম্পাদীকা রিনা, মৎস্যজীবি দলের সভাপতি জামান কাচু, সাধারণ সম্পাদক মাসুদ, তাতী দলের সভাপতি হাসান, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, হিন্দু, বৌদ্ধ, খ্রীস্টান ঐক্য কল্যাণ ফ্রন্টসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি, অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী, সমর্থক বিজয় মিছিল অংশগ্রহণ করে। এদিকে উপজেলা জামায়াতে ইসলামী সকাল সাড়ে ১০ টায় দলীয় কার্যালয় থেকে একটি বিজয় মিছিল নিয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে রংপুর জেলার সাবেক নায়েবে আমীর আব্দুল গনি, উপজেলার সাবেক আমীর শফিকুল ইসলাম, মহানগরের সহকারী সেক্রেটারী রায়হান সিরাজী, উপজেলা আমীর নায়েবুজ্জামান, সেক্রেটারী সাইফুল ইসলাম, সহকারী সেক্রেটারী আব্দুল হালিমসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থরা উপস্থিত ছিলেন। অপরদিকে সকাল সাড় ১১ টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ গঙ্গাচড়া উপজেলা শাখা একটি বিজয় মিছিল করে। মিছিলটি গঙ্গাচড়া বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে রংপুর জেলা ইসলামী আন্দোলনের সভাপতি এটিএম গোলাম মোস্তফা বাবু, উপজেলা সভাপতি আনিচুর রহমান, সেক্রেটারী ইউনুছ আলীসহ সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। অন্যদিকে সর্বস্তরের জনতা সন্ধ্যায় বিজয় মিছিল করেছে। মিছিলে এনসিপির নেতৃবৃন্দ, ছাত্র-জনতা অংশ নেয়। প্রতিটি দল বিজয় মিছিল শেষে পথ করে এবং পথ সভায় দায়িত্বশীল নেতৃবৃন্দ বক্তব্য দেন।

 

আব্দুল বারী স্বপন