November 2, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, November 1st, 2025, 8:55 pm

জামায়াত ও এনসিপি নির্বাচন চায় না, সরকারের সঙ্গে থেকে সুবিধা নিতে চায়

 

বাংলাদেশ জামায়াতে ইসলামী ও এনসিপির কড়া সমালোচনা করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি বলেন, জামায়াত ও এনসিপি নির্বাচন চায় না। তারা চায় বর্তমান সরকারই টিকে থাকুক। সরকারের সঙ্গে থেকে তারা যত সুযোগ-সুবিধা পাওয়া যায়, তা ভোগ করতে চায়।

শুক্রবার (৩১ অক্টোবর) বিকেল থেকে রাত পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার জয়ধরকান্দি ও তেলিকান্দি এলাকায় পৃথক তিনটি সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

রুমিন ফারহানা বলেন, নির্বাচন নিয়ে নানান ষড়যন্ত্র চলছে। ফেব্রুয়ারিতে যেন নির্বাচন না হয়, সেই চেষ্টাই করছে কিছু মহল। বিএনপি ছাড়া অন্য কিছু দল নিজেদের স্বার্থে নির্বাচন পেছাতে চায়। সরকারের পাশে থেকে তারা সুবিধা নিচ্ছে। কিন্তু আপনারা কোনো ষড়যন্ত্রে পা দেবেন না। নির্বাচন অবশ্যই ফেব্রুয়ারিতেই হতে হবে। ফেব্রুয়ারির নির্বাচন যদি না হয়, আমরা তা কোনোভাবেই মেনে নেব না।

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের বিএনপি মনোনয়নপ্রত্যাশী এই নেতা এনসিপিকে উদ্দেশ্য করে আরও বলেন, ১৫-২০ বছরের কিছু তরুণ এখন এসে বলে তারা নাকি সব করেছে। পোলাপান শুক্কুরে শুক্কুরে ২০ দিন তোমাদের বয়স হইছে। তোমাদের সাবালক হওয়ার বয়স যত, আমাদের নেতাকর্মীরা তত বছর জেল খেটেছে। তোমরা এগিয়ে যাও, ভালো কথা, কিন্তু বাবার চেয়ে এগিয়ে যেও না।

এনএনবাংলা/