November 15, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, November 15th, 2025, 3:51 pm

জামায়াত ক্ষমতায় আসলে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা করবে: রফিকুল ইসলাম

 

রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত জাতীয় ও আন্তর্জাতিক আলেমদের সমাবেশ ‘খতমে নবুওয়াত মহাসম্মেলনে’ বক্তব্য দিতে গিয়ে জামায়াতে ইসলামী বাংলাদেশ-এর সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান ঘোষণা করেছেন, তাদের দল রাষ্ট্রক্ষমতায় গেলে কাদিয়ানিদের অমুসলিম হিসেবে ঘোষণা করা হবে।

শনিবার (১৫ নভেম্বর) অনুষ্ঠিত এ মহাসম্মেলনে তিনি বলেন, কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার বিষয়ে দেশে তো বটে, মুসলিম বিশ্বেও কোনো মতভেদ নেই। আজকের এই মঞ্চে শুধু বাংলাদেশের মুসলমানই নয়, বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিরাও উপস্থিত হয়েছেন; এই বিষয়ে সবার অবস্থান এক ও অভিন্ন।

রফিকুল ইসলাম খান আরও উল্লেখ করেন, রাসুল (সা.)-এর বহু হাদিসে স্পষ্টভাবে বলা হয়েছে তিনি শেষ নবী, তার পরে আর কোনো নবী আগমন করবেন না। এটি সমগ্র ইসলামী উম্মাহর সর্বসম্মত আকিদা বলেও মন্তব্য করেন তিনি। তিনি বলেন, বাংলাদেশের জনগণ যদি আমাদের নেতৃত্ব দেওয়ার সুযোগ দেয়, তাহলে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা অবশ্যই করা হবে, ইনশাআল্লাহ।

সমাবেশের মঞ্চে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মাওলানা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি আবদুল মালেকসহ দেশের শীর্ষ আলেম ও রাজনীতিবিদরা।

এছাড়া সৌদি আরব, ভারত, পাকিস্তানসহ বিভিন্ন দেশের বিশিষ্ট আলেমরাও মহাসম্মেলনে অংশ নেন। আগে বিভিন্ন স্থানে ছোট পরিসরে এই কর্মসূচি আয়োজন করা হলেও এবারই প্রথম আন্তর্জাতিক পরিসরে খতমে নবুওয়াত মহাসম্মেলন অনুষ্ঠিত হলো।

এনএনবাংলা/