Sunday, December 28th, 2025, 5:42 pm

জামায়াত নেতৃত্বাধীন জোটে যোগ দিলো এলডিপি ও এনসিপি

 

জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন আট দলীয় জোটে নতুনভাবে দুটি রাজনৈতিক দল যোগ হয়েছে। এই দুটি দল হলো কর্নেল (অব.) অলি আহমদের নেতৃত্বে লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

রোববার (২৮ ডিসেম্বর) বিকেল ৫টায় জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে জোটের পক্ষ থেকে নতুন দুই দলের অন্তর্ভুক্তি সম্পর্কে ঘোষণা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে নতুন সদস্যদলগুলোর নাম ঘোষণা করেন জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান।

এর আগে থেকে এই জোটে অন্তর্ভুক্ত ছিল– বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি।

এনএনবাংলা/