November 23, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, November 23rd, 2025, 4:39 pm

জামালপুরের আওয়ামী লীগ নেতা সাভারে গ্রেপ্তার, ভিন্ন খাতে প্রবাহিত চেষ্টা আওয়ামী দোসরদের!

সাভার  প্রতিনিধি:

সাভারে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতা হত্যা মামলার পলাতক আসামি সাবেক এক ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

গত শুক্রবার (২১ নভেম্বর) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানান সাভার মডেল থানার ওসি জুয়েল মিঞা।এরআগে বৃহস্পতিবার বিকেলে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের ভাঙা ব্রিজ এলাকার একটি চায়ের দোকান থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে সে রাতেই তাকে হস্তান্তর করা হয় সাভার মডেল থানায় ।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৪ সিপিসি-২ কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. নাজমুল ইসলাম।

র‌্যাব কমান্ডার জানান, গোপন সংবাদের ভিত্তিতে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের ভাঙা ব্রিজ এলাকায় অভিযান পরিচালনা করে একটি চায়ের দোকান থেকে বদরুল-কে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলনে ‌শিক্ষার্থী হত্যা মামলা সহ বেশ কিছু অভিযোগ রয়েছে।

গ্রেপ্তারকৃত বদরুল আলম সরদার জামালপুরের মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য ও ১ নম্বর চরপাকেরদহ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। তিনি গত বছরের ৫ই আগস্টের পর থেকে বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন।

এদিকে আওয়ামী লীগ নেতা বদরুল আলমকে র‌্যাব গ্রেপ্তারের পর থেকে বিষয়টিকে ভিন্নখাতে প্রবাহিত করতে একটি স্বার্থান্বেষী মহল বিএনপি নেতা-কর্মীদের জড়িয়ে সোশ্যাল মিডিয়ায় কুৎসা রটাতে মরিয়া হয়ে উঠেছে।

খোঁজ নিয়ে জানা যায়, যেসব ব্যক্তিরা আওয়ামী লীগ নেতা বদরুল আলমের সঙ্গে বিএনপি নেতাদের জড়িয়ে ফেসবুকে কুৎসা রটাচ্ছেন । তারা বিগত দিনে আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। সাভারের বিএনপিকে জনসাধারণের মাঝে প্রশ্নবিদ্ধ করতেই তারা এমন কর্মকাণ্ড পরিচালনা করছেন বলে অভিযোগ উঠেছে।

আওয়ামী লীগ নেতার সঙ্গে জড়িয়ে যেসব বিএনপি নেতা কর্মীর মানহানি করার চেষ্টা করা হচ্ছে তাদের একজন বলেন, আওয়ামী ফ্যাসিস্টদের দোসররা বিএনপিকে জনসাধারণের মাঝে প্রশ্নবিদ্ধ করতে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপ-প্রচার চালাচ্ছে। যারা মিথ্যা তথ্য দিয়ে বিএনপি নেতাকর্মীদের মানহানি করছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।