January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, October 3rd, 2021, 7:06 pm

জামালপুরের বিস্তীর্ণ চরাঞ্চলে শাকিব খান

অনলাইন ডেস্ক :

ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। বেশ কয়েক বছর ধরে ঢালিউড ইন্ডাস্ট্রি একচেটিয়াভাবে শাসন করছেন। যার মূল কারণ সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে বদলেছেন। তাই দর্শকের কাছে সবসময়ই একটা আলাদা আগ্রহ দেখা যায় শাকিবকে ঘিরে। সিনেমার শুটিং কিংবা মুক্তি সবকিছুতেই তার ভক্তদের বাড়তি উচ্ছ্বাস। সেসব ভক্তদের জন্য আনন্দের সংবাদ, সম্প্রতি ‘গলুই’ নামের সরকারি অনুদানের নতুন একটি সিনেমার শুটিং শুরু করেছেন এই সুপারস্টার। জামালপুরের বিস্তীর্ণ চরাঞ্চলে বৃহস্পতিবার থেকে এ সিনেমায় শুটিংয়ে অংশ নিয়েছেন শাকিব। প্রযোজক খোরশেদ আলম খসরুর প্রযোজনায় ২০২০-২১ অর্থ বছরে অনুদানপ্রাপ্ত এ সিনেমা পরিচালনা করছেন এস এ হক অলিক। সিনেমাটিতে শাকিব একজন মাঝির চরিত্রে অভিনয় করছেন। অ্যাকশন-রোমান্সের বৃত্তের বাইরে এমন ভিন্নধর্মী চরিত্রে এবারই প্রথম কাজ করছেন। শাকিবের বিপরীতে অভিনয় করছেন চিত্রনায়িকা পূজা চেরি। গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা ও বিস্তীর্ণ এক জনপদের মানুষের জীবনের গল্পে নির্মিত হচ্ছে সিনেমাটি। এই সিনেমা প্রসঙ্গে পরিচালক এস এ হক অলিক বলেন, শাকিব খানের চরিত্রের নাম লালু। নিজেকে ভেঙে তিনি লালু হিসেবেই প্রস্তুত করেছেন। মনপ্রাণ দিয়ে তিনি অভিনয় করছেন। আশা করছি, ভিন্ন এক শাকিব খান পর্দায় উঠে আসবে। ছবিটি সম্পর্কে শাকিব খান বলেন, সিনেমার গল্প শুনে কাজটি করতে রাজি হয়েছি। দর্শক নতুনত্ব চায়। আমি সব সময় চেষ্টা করেছি নিজেকে নতুন করে উপস্থাপন করার। তাছাড়া গলুইতে অন্য ধরনের প্রেমের গল্প আছে। পরিচালক এস এ হক অলিক বরাবরই প্রেমের গল্প ভালো নির্মাণ করেন। তাই চোখ বন্ধ করে এই সিনেমার সঙ্গে নিজেকে যুক্ত করেছি। এদিকে, শাকিব খান তার অফিশিয়াল ফেসবুক পেজে ‘গলুই’র লুকও প্রকাশ করেছেন। সেখানে তার পরনে লুঙ্গি, ফতুয়া আর গলায় তাবিজ দেখা গেছে। সুদর্শন এ নায়কের নতুন এই লুক রীতিমতো সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ভাইরালও হয়ে গেছে। এ ছাড়া ‘গলুই’ সিনেমার আগে গত ২৫শে সেপ্টেম্বর শাকিব শেষ করেছেন বেঙ্গল মাল্টিমিডিয়া প্রযোজিত ‘লিডার, আমিই বাংলাদেশ’র শুটিং। সে ছবিতে শাকিবের সঙ্গী ছিলেন বুবলী।