জামালপুর-টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কের ইপিজেড এলাকায় কাভার্ডভ্যানের চাপায় ইজিবাইকের চার যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন শিশুসহ আরও পাঁচজন। সোমবার (২৭ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
নিহতদের মধ্যে রয়েছেন— জামালপুর সদর উপজেলার তিতপল্লা গ্রামের কৃষক চান মিয়া, সরিষাবাড়ী উপজেলার উচ্চ গ্রামের বাসিন্দা ও সরকারি আশেক মাহমুদ কলেজের মাস্টার্সের শিক্ষার্থী আরিফা খাতুন, ইজিবাইক যাত্রী রাশেদ মিয়া এবং পরিচয় না পাওয়া এক নারী।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, জামালপুর থেকে মধুপুরগামী একটি কাভার্ডভ্যান ইপিজেড এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী ইজিবাইককে চাপা দেয়। ঘটনাস্থলেই রাশেদ মিয়া নিহত হন এবং বাকিরা গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে আরিফা খাতুন, চান মিয়া ও অজ্ঞাত নারীকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আহত পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার পর স্থানীয়রা কাভার্ডভ্যানটি আটক করলেও চালক ও সহকারী পালিয়ে যায়। জামালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এনএনবাংলা/

আরও পড়ুন
জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া নির্বাচন দিতে পারে না অন্তর্বর্তীকালীন সরকার
উত্তরা-মতিঝিল রুটে মেট্রো রেল চলাচল স্বাভাবিক যাত্রীদের স্বস্তি
মেট্রোরেলের বিয়ারিং প্যাডের মান যাচাইয়ে হাইকোর্টে রিট