জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় ট্রাকচাপায় ঘুমন্ত কৃষক দম্পতি মারা গেছেন। সোমবার ভোরের দিকে জামালপুর-রৌমারী সড়কে উপজেলার বাঘারচর গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ওই গ্রামের জয়নাল আবেদীন (৪৮) ও তার স্ত্রী হাসিনা বেগম (৪০)।
দেওয়ানগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাব্বত কবির জানান, দুর্ঘটনার সময় জয়নাল আবেদীন ও তার স্ত্রী হাসিনা বেগম রাস্তার পাশে ঘরে ঘুমিয়ে ছিলেন। ভোরে দিকে রৌমারীগামী সারবোঝাই একটি ট্রাক জয়নাল আবেদীনের ঘরের ওপর উল্টে পড়ে। এসময় ঘরে ঘুমন্ত অবস্থায় কৃষক দম্পতি ঘটনাস্থলেই নিহত হন।
দুর্ঘটনা পর ট্রাকচালক পালিয়ে যায় বলে ওসি জানান।
—-ইউএনবি
আরও পড়ুন
শেষ ওভারে ৩ ছক্কা ৩ চার, ৩০ রান নিয়ে রংপুরকে জেতালেন নুরুল
দাবানলে পুড়ছে হলিউড হিলস
বিশেষ আদালতের এজলাস কক্ষ ভোর বেলায় আগুনে পুড়ে গেছে