জামালপুরের মেলান্দহে ট্রাক ও পিকআপের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। রবিবার সকালে উপজেলার দেওয়ানগঞ্জ সড়কের বেতমারী নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- জামালপুর সদর উপজেলার বিয়ারা পলাশতলা গ্রামের করিম উদ্দিনের ছেলে শাহ আলম (৪৫), একই উপজেলার ফতেপুর গ্রামের হানিফ উদ্দিনের পুত্র ও পিকআপের চালক কাজল (৩২) এবং কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার নারকেলবাড়ি গ্রামের চঞ্চল বর্মন (২৭)। নিহতরা গ্রামীণ টাওয়ারের শ্রমিক বলে দাবি করেছেন তাদের স্বজনরা।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হোসেন জানান, সকাল পৌনে ৭টার দিকে জামালপুর থেকে আসা একটি ট্রাক দুর্ঘটনাস্থলে একটি পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। খবর পেয়ে মেলান্দহ থানা পুলিশ দুর্ঘটনাস্থলে পৌঁছে লাশগুলো মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ওসি জানান, নিহত তিনজনই পিকআপে করে দেওয়ানগঞ্জ থেকে জামালপুরে আসছিলেন।
লাশগুলোর ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর ট্রাকের ড্রাইভার পালিয়ে যায় এবং পুলিশ ট্রাকটি আটক করেছে বলে জানান ওসি।
—-ইউএনবি
আরও পড়ুন
আওয়ামী লীগ দেশের ওলামাদের নিয়ে তাচ্ছিল্য করেছে —রংপুরে শামসুজ্জামান দুদ
রংপুরে এক্্র ক্যাডেটস্্ মিলনমেলা অনুষ্ঠিত
কোম্পানীগঞ্জে অস্ত্রসহ ব্যবসায়ীকে আটক করলো সেনাবাহীনী