জামালপুরের বকশীগঞ্জের পাটহাটি এলাকায় ইউপি চেয়ারম্যানের সমর্থকদের হামলায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় এক সাংবাদিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকাল ২টা ৪৫ মিনিটে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত গোলাম রব্বানী নাদিম বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের জামালপুর প্রতিনিধি এবং একাত্তর টেলিভিশনের বকশীগঞ্জ উপজেলা সংবাদ সংগ্রহকারী হিসেবে কাজ করেছেন।
স্থানীয়রা জানান, বুধবার রাতে নাদিম পেশাগত দায়িত্ব পালন শেষে বকশীগঞ্জ উপজেলা থেকে বাড়ি ফেরার পথে পাটহাটি এলাকায় দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাত ১২টার দিকে তাকে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সকালে তার অবস্থার অবনতি হলে জামালপুর জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা. এস এম শহিদুর রহমান তাকে মমেক হাসপাতালে রেফার করেন। বৃহস্পতিবার বিকালে মমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নাদিমের স্ত্রী মনিরা বেগম অভিযোগ করেন, সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর সমর্থকরা নাদিমের ওপর হামলা চালিয়ে তাকে হত্যা করেছে।
তিনি এ ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোহেল রানা জানান, এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। ‘ভুক্তভোগীর পরিবার এফআইআর দায়ের করার পর মামলা করা হবে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
এদিকে সাংবাদিক গোলাম রব্বানী নাদিমের হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে বুধবার প্রেসক্লাব মিলনায়তনে প্রতিবাদ সভার আয়োজন করে জামালপুর প্রেসক্লাব।
—-ইউএনবি
আরও পড়ুন
দুটি হত্যা মামলার আসামী যুবলীগ নেতা শাহিদ মাহমুদ গ্রেপ্তার
কুলাউড়ায় আলোচিত স্কুলছাত্রী আনজুম হত্যা- খুনি জুনেলের ২ দিনের রিমান্ড মঞ্জু
রংপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত