জামালপুরের মেলান্দহ উপজেলায় ৪২ বছর বয়সী এক বাবাকে তার মেয়ের বিরুদ্ধে অপমানজনক শব্দ ব্যবহারের প্রতিবাদ করায় মঙ্গলবার প্রতিবেশীরা পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।
নিহত মানিক মিয়া মেলান্দহ পৌরসভার নয়ানগর গ্রামের বাসিন্দা।
এই হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- কাশেদ আলী (৪৫), তার স্ত্রী পারভিন বেগম (৩৪) ও তাদের সহকর্মী বেলায়েত হোসেন (৩৫)।
স্থানীয়রা ও পুলিশ জানায়, অভিযুক্ত কাশেদের ছেলে আবদুল্লাহ (৮) ভিকটিমের মেয়ে মিতালী (৭) কে ‘হিজড়া’ বলে ডাকলে মঙ্গলবার বিকালে এ নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়।
গালিগালাজকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের একপর্যায়ে গ্রেপ্তার ব্যক্তিরা মানিককে লোহার রড ও অন্যান্য জিনিস দিয়ে আঘাত করলে তিনি গুরুতর আহত হন।
তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান তারা।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন হত্যার খবর নিশ্চিত করে বলেন, ঘটনার পরপরই ঘটনাস্থল থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও বলেন, লাশ ময়নাতদন্তের জন্য জামালপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পাঁচজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
—-ইউএনবি
আরও পড়ুন
কাতারের আমিরকে ধন্যবাদ দিয়ে যা বললেন তারেক রহমান
শীতের সবজির বাজারে স্বস্তি, কমেছে পেঁয়াজ,ডিম-মুরগির দামও
টিউলিপের বিকল্প খুঁজছে যুক্তরাজ্য সরকার