January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, September 4th, 2022, 7:42 pm

জামাল-সাবিনাদের সঙ্গে যুবারা

অনলাইন ডেস্ক :

চলতি সেপ্টেম্বর বাংলাদেশ ফুটবলের জন্য ব্যস্ত একটি মাস। এই মাসে জাতীয় পুরুষ, জাতীয় নারীসহ চারটি দলের রয়েছে আন্তর্জাতিক ব্যস্ততা। সোমবার থেকে শুরু হয়ে এই ব্যস্ততা চলবে মাসব্যাপী। শুরু হচ্ছে অনূর্ধ্ব-১৭ দলের সাফ চ্যাম্পিয়নশিপ মিশন দিয়ে। বয়সভিত্তিক এই সাফের টুর্নামেন্ট শুরু হচ্ছে সোমবার শ্রীলংকার রাজধানী কলম্বোয়। বাংলাদেশসহ ৬টি দেশ অংশ নেবে এই টুর্নামেন্টে। বাংলাদেশ ‘এ’ গ্রুপে খেলছে শ্রীলংকা ও মালদ্বীপের বিপক্ষে। ‘বি’ গ্রুপের তিন দল নেপাল, ভারত ও ভুটান। কিশোরদের সাফ শুরুর পরদিন নেপালের রাজধানী কাঠমান্ডুতে পর্দা উঠছে মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপের। সাতটি দেশ দুই গ্রুপে ভাগ হয়ে অংশ নিচ্ছে এই টুর্নামেন্টে। ‘এ’ গ্রুপে বাংলাদেশ খেলবে ভারত, পাকিস্তান ও মালদ্বীপের বিপক্ষে। ‘বি’ গ্রুপের তিন দল নেপাল, ভুটান ও শ্রীলংকা। নেপাল ও শ্রীলংকার টুর্নামেন্ট চলাকালীন বাহরাইনে হবে এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাই। বাহরাইনে ‘বি’ গ্রুপের খেলা হবে ১০ থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত। বাংলাদেশের সঙ্গে এই গ্রুপে রয়েছে কাতার, নেপাল, ভুটান ও স্বাগতিক বাহরাইন। যুবাদের ও সাবিনাদের অ্যাসাইনমেন্টের মাসে আছে জামাল ভূঁইয়াদেরও খেলা। সেপ্টেম্বরেই বাংলাদেশ জাতীয় ফুটবল দল খেলবে দুটি ফিফা ফ্রেন্ডলি ম্যাচ। আগামী ২২ সেপ্টেম্বর কম্বোডিয়ার বিপক্ষে ম্যাচ খেলবে লাল-সবুজ জার্সিধারীরা। এরপর নেপাল গিয়ে হিমালয়ের দেশটির বিপক্ষে আরেকটি ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল।