অনলাইন ডেস্ক :
বরগুনায় স্ত্রীর বান্ধবীকে ধর্ষণের মামলায় গ্রেপ্তার গোলাম রাব্বী জামিনে বের হয়ে আবারও এক স্কুলছাত্রীকে ধর্ষণ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার এ ঘটনায় অভিযুক্ত গোলাম রাব্বীকে আসামি করে সদর থানায় মামলা করেছেন ভুক্তভোগীর মা। জানা যায়, গত ৫ আগস্ট স্ত্রীকে বাবার বাড়ি পাঠিয়ে দেয় রাব্বী। পরে স্ত্রীর বান্ধবীকে বাসায় ডেকে এনে দুদিন আটকে রেখে ধর্ষণ করে সে। পরে তার স্ত্রী বিষয়টি জানতে পেরে থানায় খবর দিলে পুলিশ ওই নারীকে উদ্ধার করে। এ ঘটনায় নির্যাতিতার মা জেলা সদর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। পরে পুলিশ রাব্বীকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। সেখান থেকে ২২ আগস্ট জামিনে মুক্তি পেয়ে আবারও এক স্কুলছাত্রীকে ধর্ষণ করে রাব্বী। ভুক্তভোগী স্কুলছাত্রীর মা বলেন, আমার মেয়ে এসএসসি পরীক্ষার্থী। গত ২৬ সেপ্টেম্বর রাব্বী তার বন্ধু মামুনের বাসায় নিয়ে আমার মেয়েকে ধর্ষণ করে। এমনকি আমার মেয়ের সঙ্গে বিয়ের ভুয়া কাবিননামাও তৈরি করে সে। আমার মেয়ে চলে আসতে চাইলে নিজের বাসায় নিয়ে নির্যাতন চালায় রাব্বী। বিষয়টি থানায় জানালে পুলিশ আমার মেয়েকে উদ্ধার করে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম তারিকুল ইসলাম জানান, ধর্ষণের অভিযোগে গোলাম রাব্বির বিরুদ্ধে মামলা দায়ের করেছে ভুক্তভোগী কিশোরীর মা। ঘটনার পর থেকেই রাব্বী পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে। তিনি আরও জানান, ধর্ষণের অভিযোগে এর আগেও গোলাম রাব্বীকে গ্রেপ্তার করা হয়েছিল। মাদক মামলাতেও সে কারাগারে ছিল। তার বিরুদ্ধে বেশকয়েকটি মামলা রয়েছে।
আরও পড়ুন
রংপুর পুলিশের পৃথক দুটি অভিযানে মাদকসহ আটক-৩, ধর্ষক গ্রেফতার করেছে র্যার ১৩
শহীদ আবু সাঈদের কবরে তিন উপাচার্যের শ্রদ্ধা নিবেদন
দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে শ্বশুর বাড়িতে মিলল জামাইয়ের ঝুলন্ত লাশ