অনলাইন ডেস্ক :
জার্মানের কিংবন্দি ফুটবলার উয়ি সিলার আর নেই। তৎকালীন পশ্চিমজার্মানির হয়ে চারটি বিশ্বকাপে খেলা সাবেক এই স্ট্রাইকার ৮৫ বছর বয়সে মারা গেছেন। খবর দ্য গার্ডিয়ানের। নিজের ক্লাব ফুটবল ক্যারিয়ারের বেশিরভাগ সময়ই হামবুর্গে কাটিয়েছেন সিলার। সেই ক্লাবের পক্ষ থেকেই সিলারের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়। পশ্চিম জার্মানিকে ৪০টি ম্যাচে নেতৃত্ব দেন নিলার। এর মধ্যে আছে ১৯৬৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে হেরে যাওয়া বিশ্বকাপ ফাইনালও ছিল। ২০০৪ সালে ফিফার ১২৫ জীবিত সেরা ফুটবলারদের তালিকায় সিলারকে রাখা হয়েছিল। এ ছাড়া তিনবার জার্মানির সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতেন সিলার। ১৯৬০ সালে ব্যালন ডি’অরে তৃতীয় হয়েছিলেন জার্মান কিংবদিন্ত।
আরও পড়ুন
শ্রীলঙ্কার মাটিতে বাংলাদেশের প্রথম সিরিজ জয়
৭০ বছরের রেকর্ড – মাত্র ২৭ রানে অলআউট ওয়েস্ট ইন্ডিজ
সিরিজ জয়ে চোখ বাংলাদেশের