January 8, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, September 4th, 2021, 7:47 pm

জার্সিটা সাইজে বড় আমার ওজন ঠিকই আছে: নেইমার

অনলাইন ডেস্ক :

কাতার বিশ্বকাপের বাছাই পর্ব খেলছে লাতিন আমেরিকার দেশগুলো। শুক্রবার আর্জেন্টিনা হারিয়েছে ভেনেজুয়েলাকে। অপরদিকে, ব্রাজিল হারিয়েছে চিলিকে। ব্রাজিল-চিলি ম্যাচের পর অনেকেই মনে করছেন নেইমারের ওজন আগের চেয়ে বেড়ে গেছে। তবে এ কথার সঙ্গে একমত নন নেইমার। চিলির বিপক্ষে ম্যাচ শেষে নেইমার ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, ‘আমার ওজন ঠিকই আছে। আমার জার্সিটা ঢোলা, সাইজে বড়। পরের ম্যাচের জন্য মিডিয়াম সাইজের জার্সি অর্ডার দেব।’ ৩৭ বছর বয়সেও শারীরিকভাবে অনেক ফিট পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। লিওনেল মেসির ফিটনেসও অনেক ভালো। তবে নেইমারের ফিটনেসটা তেমন না। কোপা আমেরিকার পর নেইমারের ওজনও বেড়ে গেছে। ওজন নিয়ে প্রশ্ন উঠলেও মাঠে নেইমারের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন নেই কারো। বাছাই পর্বে দুর্দান্ত খেলছে নেইমার ও ব্রাজিল। চিলিকে হারিয়ে বাছাই পর্বে টানা সপ্তম জয় তুলে নিয়েছে সেলেসাওরা, রয়েছে পয়েন্ট তালিকার শীর্ষে। সূত্র : গোলডটকম