অনলাইন ডেস্ক :
সিরি-এ লিগে রোববার মধ্যরাতে নিজেদের প্রথম ম্যাচে খেলতে নেমেছিল জুভেন্টাস। উদিনেসের বিপক্ষে খেলা এই ম্যাচে মূল একাদশে ছিলেন না পর্তুগিজ ফরোয়ার্ড ক্রিশ্চিয়ানো রোনালদো। পরে অবশ্য মাঠে নেমেছেন, গোলও করেছেন (অবশ্য এটি অপসাইড হয়েছিল), তবে দলকে জেতাতে পারেননি। উল্টো হলুদ কার্ড পেয়েছেন। পরে জানা গেছে, ৩৬ বছর বয়সী পর্তুগিজ ফরোয়ার্ড নিজেই মূল একাদশে থাকতে চাননি। তাতে অবশ্য কোনো অসুবিধায় পড়তে হয়নি ইটালিয়ান জয়ান্টদের। রোনালদো যখন মাঠে নামেন তখন জুভেন্টাস ২-১ গোলে এগিয়ে। এরপরই সমতায় ফেরে উদিনেস। সেই গোলটি চেয়ে চেয়ে দেখলেন বিশ্বের অন্যতম সেরা এই ফুটবলার। তাই দলকে জেতাতে একেবারে শেষ মুহূর্তে যোগ করা সময়ে গোল করে বাঁধনহারা উদযাপনে জার্সি খুলে ফেলেন তিনি। ভেবেছেন দল জিতে গেছে। কিন্তু পরে অফসাইডের বাঁশি বাজান রেফারি। জার্সি খোলায় শাস্তি হিসেবে পান হলুদ কার্ড। ফলে শেষ পর্যন্ত ২-২ গোলে ড্রয়ে ম্যাচটি সমাপ্ত হয়েছে। রাতটিও হয়তো ভুলে যেতে চাইবেন রোনালদো। সমর্থকদের জন্যও যে এটি বেদনাদায়ক। এদিন মূল একাদশে রোনালদো না থাকায় জুভেন্টাসের অধিনায়কত্ব দেওয়া হয়েছিল আর্জেন্টাইন স্ট্রাইকার পাওলো দিবালাকে। উরুগুইয়ান মিডফিল্ডার রদ্রিগো বেনতাঙ্কুরের সহায়তায় মাত্র ৩ মিনিটেই গোল করেন দিবালা। পরে ২৩ মিনিটের সময় তার পাসেই গোল করে জুভেন্টাসকে ২-০ ব্যবধানে এগিয়ে নেন কলম্বিয়ান রাইটব্যাক হুয়ান কুয়াদ্রাদো। বিরতির পর ৫১ মিনিটে পেনাল্টি থেকে উদিনেসেকে ম্যাচে ফেরান আর্জেন্টাইন মিডফিল্ডার রবের্তো পেরেইরা। ৬০তম মিনিটে মাঠে নামেন রোনালদো। আলভারো মোরাতার জায়গায় বদলি হিসেবে তিনি নামেন। ৮৩ মিনিটে জেরার্দ দেলোফেউর গোলে সমতায় ফেরে উদিনেসে।
আরও পড়ুন
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম
শেষ ওভারে ৩ ছক্কা ৩ চার, ৩০ রান নিয়ে রংপুরকে জেতালেন নুরুল
মোহামেডানকে হারালো আবাহনী দুই বছর পর