অনলাইন ডেস্ক :
বাংলাদেশ শিল্পী সমিতিতে রোববার অভিনেতা ওমর সানী অভিযোগ দিয়েছেন, চার মাস ধরে তাঁর স্ত্রী মৌসুমীকে জায়েদ খান বিরক্ত করে আসছেন। এই ঘটনার মাত্র কয়েক ঘণ্টা পরই ওমর সানীর অভিযোগকে ভিত্তিহীন বলে অভিহিত করলেন মৌসুমী। মৌসুমী বললেন, ‘জায়েদকে আমি স্নেহ করি, সে আমাকে সম্মান করে। সে আমাকে কটূক্তি-বিরক্তি কিছুই করেনি।’ জায়েদের বিরুদ্ধে অভিযোগ একেবারে ভিত্তিহীন বলে জানালেন মৌসুমী। এ সময় ওমর সানীর ওপর বিরক্তি প্রকাশ করেন ‘কেয়ামত থেকে কেয়ামত’ খ্যাত অভিনেত্রী। সোমবার সকালে পাঠানো এক অডিও বার্তায় মৌসুমী বলেন, ‘আমি মনে করি আমার প্রসঙ্গটা টানার প্রয়োজন ছিল না। আমি জায়েদকে অনেক স্নেহ করি, সে আমাকে যথেষ্ট সম্মান করে। আমাদের মধ্যে যতটুকু সম্পর্ক সেটুকু কাজের রিলেশন এবং খুবই ভালো রিলেশন। সেখানে আমাকে ওর অসম্মান করার প্রশ্নই ওঠে না। ’ ডিপজলের ছেলে সৌমিকের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে ওমর সানী ও জায়েদের ঘটনার সংবাদ শুনে তাঁর খারাপ লেগেছে। এই ঘটনা তিনি এক দিন পরে শুনেছেন বলে জানালেন। মৌসুমী বলেন, ‘বিয়ের ওই অনুষ্ঠানের খবর শুনে আমার খারাপ লেগেছে। আরো খারাপ লেগেছে ওখানে আমার প্রসঙ্গ যুক্ত হওয়ায়। আমি জানি ওদের মধ্যে কী হয়েছে। এখানে আমার প্রসঙ্গ চলে এসেছে, এ প্রসঙ্গ কোনোভাবে যায় না, মেলেই না। ’ প্রিয়দর্শিনী খ্যাত এই নায়িকা বলেন, ‘জায়েদের গুণ ছাড়া কোনো ধরনের অপ্রীতিকর অবস্থার সৃষ্টি করতে পারে এ ধরনের কোনো মন-মানসিকতা তার মধ্যে আমি দেখিনি। তারপরে বলব, ও অনেক ভালো ছেলে। কেন বারবার আমাকে জায়েদ বিরক্ত করে, সে আমাকে উত্ত্যক্ত করছে এসব কথা কেন আসছে জানি না। এটা আসা ঠিক না। এটা আমাদের একদম পারিবারিক একটা সমস্যা। সে সমস্যা আমাদের পারিবারিকভাবে সলভ হওয়া দরকার। এখানে জায়েদের কোনো দোষ খুঁজে পাচ্ছি না। ’তিনি বলেন, ‘আমাকে এই ছোট করার মধ্যে আমরা যাকে অনেক শ্রদ্ধা করে আসছি আমাদের ওমর সানী ভাই, তিনি এখন কেন এত আনন্দ পাচ্ছেন সেটা আমি বুঝতে পারছি না। আমার সঙ্গে কোনো সমস্যা থাকলে সেটা আমার সঙ্গেই সলভ করবে। আপনারা সাংবাদিক ভাইয়েরা একটা কথা না পেলেই খুব সহজভাবে লিখে দেন। এটা আসলে কাম্য না। একটু আলোচনা করা উচিত ছিল। যেহেতু আমার প্রসঙ্গে এসেছে। আমার সঙ্গে কথা বললে হয়তো লিখতেনই না। তিনি একতরফা বলেছেন, কিন্তু আমি অভিযোগ করলাম কি না, সেটা জানা জরুরি। আমার নামটা যেন এখানে প্রয়োজনে-অপ্রয়োজনে না আসে। ’ মৌসুমী স্পষ্ট করে বলেন, ‘আমি সরাসরি বলি জায়েদ আমাকে কোনো প্রকারে বিরক্ত, কটূক্তি বা কোনো ধরনের খারাপ আচরণ করেনি। এখানে আমার প্রসঙ্গটা অপ্রাসঙ্গিক। আমি চাই না এখানে আমার কথা আসুক। ’
আরও পড়ুন
পোস্টার প্রকাশ করে সিনেমা মুক্তির তারিখ জানালেন বুবলী
নিজের অভিনীত প্রথম সিনেমার মুক্তিতে যেতে না পারার আক্ষেপ পরিমনির
‘বাংলার টেসলা’র চাকায় পিষ্ট শাওনের পা