জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের করোনায় আক্রান্ত হয়েছেন। সংসদ অধিবেশনে যোগ দেয়ার জন্য শনিবার তার করোনা পরীক্ষা করলে রিপোর্ট পজিটিভ আসে।
রবিবার জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জিএম কাদের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিজের বাসায় বিশ্রামে আছেন। তিনি ভালো আছেন, সুস্থ আছেন। নিয়মিত ওষুধ ও খাবার খাচ্ছেন।
তিনি সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
–ইউএনবি
আরও পড়ুন
খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে গেছেন স্থায়ী কমিটির নেতারা
ষড়যন্ত্রের আভাস পাচ্ছেন ড. কামাল
আমরা গণতন্ত্রের কথা বলি, কিন্তু গণতন্ত্রের চর্চা করি না: মির্জা ফখরুল