জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের করোনায় আক্রান্ত হয়েছেন। সংসদ অধিবেশনে যোগ দেয়ার জন্য শনিবার তার করোনা পরীক্ষা করলে রিপোর্ট পজিটিভ আসে।
রবিবার জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জিএম কাদের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিজের বাসায় বিশ্রামে আছেন। তিনি ভালো আছেন, সুস্থ আছেন। নিয়মিত ওষুধ ও খাবার খাচ্ছেন।
তিনি সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
–ইউএনবি
আরও পড়ুন
কর্মস্থলে ‘তুই-তুমি’ সম্বোধন বন্ধের সুপারিশ কমিশনের
এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনসের সঙ্গে এনসিপির বৈঠক
হঠাৎ কক্সবাজারে পরীমণি! কাকে দিলেন সারপ্রাইজ?