December 27, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, November 24th, 2024, 9:37 pm

জিম্বাবুয়ের কাছে বিশাল ব্যবধানে হার পাকিস্তানের

নিজস্ব প্রতিবেদক:

জিম্বাবুয়ে সফরের শুরুতেই বড় ধাক্কা খেলো পাকিস্তান। বুলাওয়েতে বৃষ্টিবিঘ্নিত সিরিজের প্রথম ওয়ানডেতে জিম্বাবুয়ের কাছে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ৮০ রানের বড় ব্যবধানে হেরেছে মোহাম্মদ রিজওয়ানের দল।

অথচ টস জিতে জিম্বাবুয়েকে ব্যাটিংয়ে পাঠিয়ে ২০৫ রানেই অলআউট করে দিয়েছিল পাকিস্তান। ১২৫ রানে ৭ উইকেট হারিয়ে বসেছিল জিম্বাবুয়ে।

কিন্তু সিকান্দার রাজা আর নয় নম্বর ব্যাটার রিচার্ড এনগারাভার দৃঢ়তায় দুইশ পার করে স্বাগতিকরা। রাজা ৫৬ বলে ৩৯ আর এনগারাভা ৫২ বলে খেলেন ৪৮ রানের ইনিংস।

পাকিস্তানের দুই স্পিনার সালমান আলি আগা আর অভিষিক্ত ফয়সাল আকরাম নেন ৩টি করে উইকেট।

জবাবে ব্যাটিং ব্যর্থতায় ৫৮ রান তুলতে ৬ উইকেট হারিয়ে বসে পাকিস্তান। সায়েম আইয়ুব (১৭ বলে ১১), আবদুল্লাহ শফিক (৫ বলে ১), কামরান গুলাম (২৮ বলে ১৭), সালমান আগা (১১ বলে ৪), হাসিবুল্লাহ খান (০) ব্যর্থতার পরিচয় দেন। রিজওয়ান ৪৩ বল খেলে ১৯ রানে অপরাজিত ছিলেন।

জিম্বাবুয়ের হয়ে দুটি করে উইকেট নেন ব্লেসিং মুজারবানি, শন উইলিয়ামস আর সিকান্দার রাজা।

২১ ওভার খেলে পাকিস্তান বোর্ডে মাত্র ৬০ রান তোলার পর বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যায়। শেষ পর্যন্ত ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে বিজয়ী ঘোষণা করা হয় জিম্বাবুয়েকে।