অনলাইন ডেস্ক :
জিম্বাবুয়ে অধিনায়ক ক্রেগ আরভিন বলেছেন টি-টোযেন্টি বিশ্বকাপ ক্রিকেটের সেমি-ফাইনালে স্থান পাওয়া হবে তাদের জন্য বড় প্রাপ্তি। আজ বুধবার এডিলেডে সুপার টুয়েলভ পর্বের গ্রুপ ম্যাচে নেদারল্যান্ডসের মোকাবেলা করবে জিম্বাবুয়ে। শেষ চারের আশা বাঁচিয়ে রাখতে হলে ও ম্যাচে জিম্বাবুয়েকে অবশ্যই জিততে হবে। র্যাংকিংয়ের ১১তম স্থানে থাকা আফ্রিকান ওই দলটিকে অস্ট্রেলিয়ায় প্রাথমিক পর্বে খেলেই মুল পর্বের যোগ্যতা অর্জন করতে হয়েছে। তবে সুপার টুয়েলভ পর্বে দক্ষিন আফ্রিকার বিপক্ষে তাদের প্রথম ম্যাচটিই বৃস্টির জন্য পরিত্যক্ত হয়। পরের ম্যাচে পাকিস্তানকে হারিয়ে অঘটনের জন্ম দেয় তারা। গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে বাংলাদেশের কাছে হেরে গেলেও ম্যাচটিতে হাড্ডাহাড্ডি লড়াই করেছে। ৫ পয়েন্ট নিয়ে গ্রুপে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে দক্ষিন আফ্রিকা। তাদের চেয়ে এক পয়েন্টে পিছিয়ে আছে ভারত ও বাংলাদেশ। পয়েন্ট তালিকায় বর্তমানে চতুর্থ অবস্থানে রয়েছে জিম্বাবুয়ে। গ্রুপের শীর্ষ দুটি দল সেমি-ফাইনালে খেলার সুযোগ পাবে। আরভিন সাংবাদিকদের বলেন,‘টুর্নামেন্ট থেকে ছেলেরা ইতিবাচক অনেক কিছু লাভ করেছে, যা পরের দুটি ম্যাচের ফলাফলে প্রভাব ফেলতে পারে। তবে সত্যিকারের সফলতা হচ্ছে সেমিতে উন্নীত হওয়া। এটি কেকের উপর আইসিংয়ের মতো। সেখানে পৌঁছানোর ব্যাপারে ছেলেরা এখনো ইতিবাচক।’ এই প্রথম টুর্নামেন্টের সুপার টুয়েলভ পর্বে খেলছে জিম্বাবুয়ে। অস্ট্রেলিয়ায় এরপর কি ঘটবে তার চেয়েও বড় বিষয় হচ্ছে এখান থেকেই ছেলেরা দারুন ভাবে অনুপ্রেরনা পাচ্ছে বলে মনে করেন আরভিন। তিনি বলেন,‘ আমার মনে হয় বিগত কয়েক মাসে জিম্বাবুয়ের ক্রিকেট ক্রমেই শক্তিশালী হয়েছে। আমরা সত্যিকারার্থেই বেশ কিছু ভালো ফল পেয়েছি। শুধু এই বিশ্বকাপে নয়, ধারাবাহিকতা ধরে রেখে এগিয়ে যাবার জন্য আমাদের চেস্টা করতে হবে। একটি বিশ্বকাপে হয়তো আপনি ভাল করতে পারেন। কিন্তু পরেই সবকিছু নিচে নি¤œমুখি হয়ে যায়। এই পারফর্মেন্স ও মোমেন্টাম ধরে রাখা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।’ এদিকে সুপার টুয়েলভ পর্বে এ পর্যন্ত অংশ নেয়া তিন ম্যাচের সবকটিতেই হেরেছে নেদারল্যান্ডস। তারাও বাছাইপর্ব খেলেই মুল পর্বে যুক্ত হয়েছে। ফাস্ট বোলার লোগান ফন বিক বলেছেন, বিরাট কোহলির মতো তারকা খেলোয়াড় ও বিশ্বের শীর্ষ দলগুলোর মোকাবেলা করাটাই বিশাল এক অভিজ্ঞতা। যদিও সিডনিতে ডাচ দলটির বিপক্ষে ৬৫ রানের সহজ জয় পেয়েছে ভারত। ফন বিক বলেন,‘ ভারতের বিপক্ষে ম্যাচটি ছিল স্পেশাল। সেখান থেকে আমরা সবাই অনেক কিছু পেয়েছি। যেখানে আমরা এমন কিছু খেলোয়াড়ের বিপক্ষে খেলেছি যাদেরকে সব সময় আমরা টিভিতে দেখে থাকি।’
আরও পড়ুন
মালানের সঙ্গে কী হয়েছিল মাঠে, নিজেই জানালেন তামিম
বিপিএলের মাঝপথে খুলনা টাইগার্সে আরো ২ বিদেশি ক্রিকেটার
মেসির দেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়ানোর আহ্বান প্রধান উপদেষ্টার