March 28, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, March 23rd, 2025, 4:21 pm

‘জিম্মি’র ট্রেলারে দেখা মিলল অন্য এক জয়ার

ওয়েব সিরিজ ‘জিম্মি’তে জয়া আহসান। ছবি: সংগৃহীত

 

চরিত্রের বৈচিত্রময়তায় নিজেকে ভেঙেচুরে বার বার দর্শকদের মাঝে নতুন ভাবে ধরা দিয়েছেন দুই বাংলার নন্দিত অভিনেত্রী জয়া আহসান। নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। এবার পরিচালক আশফাক নিপুণ পরিচালিত ওয়েব সিরিজ ‘জিম্মি’তে জয়া নতুন ভাবে নিজেকে তুলে ধরেছেন।

শনিবার (২২ মার্চ) সন্ধ্যা ৭টায় সামাজিক যোগাযোগমাধ্যমে ওটিটি প্লাটফর্ম হইচই এ মুক্তি পেয়েছে ওয়েব সিরিজ ‘জিম্মি’র ট্রেলার। শেয়ার করা ট্রেলার দেখা যায়, সাধারণ সরকারি চাকরিজীবী রুনা লায়লা চরিত্রে রয়েছে জয়া আহসান।

ট্রেলারে আরও দেখা যায়, মধ্যবিত্ত গৃহিনীর এক গল্পকে কেন্দ্র করে এগোবে এ সিরিজ। টানাপোড়েনের এ সংসারে এক সময় রুনার লোভ হবে তার টাকা পয়সা বাড়ি গাড়ি সবা চায়। এরপর রুনার জীবনে পরিবর্তন হতে থাকে। তার হাতে শুধু থাকে টাকা আর টাকা। এত টাকা কোথায় পেলে রুনা? তা জানতে হলে আপনাকে দেখতে হবে জিম্মি। ঈদ উপলক্ষ্যে ২৮ মার্চ হইচইতে মুক্তি পাবে।

নির্মাতা আশফাক নিপুণ বলেন, ‌‘আমাদের সিরিজের প্রথম ঝলক দর্শকের সামনে এসেছে। আশা করছি তারা ট্রেলারটা পছন্দ করেছেন। পুরো টিম মিলে আমরা চেষ্টা করেছি জিম্মির মাধ্যমে নতুন ও ভিন্ন ধরনের একটা গল্প দর্শককে দেখানোর। এখন শুধু মুক্তির অপেক্ষা।’

অভিনেত্রী জয়া আহসান বলেন, ‘আমার কাছে বরাবরই চ্যালেঞ্জিং চরিত্রগুলো পছন্দ। রুনা লায়লার চরিত্রে ঠিক সেই পরিমাণ চ্যালেঞ্জ ছিল। আর আমি সব সময় ডিরেক্টরস আর্টিস্ট। নিপুণের সঙ্গে এটা আমার প্রথম কাজ, তাও আবার সিরিজ। নিপুণ যেভাবে যা যা বলেছে, আমি তাই তাই করেছি। সেটার প্রতিফলন সবাই ট্রেলারে কিছুটা দেখতে পেয়েছেন নিশ্চয়ই। বাকিটা এখন আমার দর্শকের ওপর। তারা বলবে রুনাকে তাদের কেমন লেগেছে। নির্মাতা আমাকে এমন একটা চরিত্রে চিন্তা করেছেন। জিম্মিতে আমার চরিত্রটা আমার ক্যারিয়ারে করা অন্যতম চমৎকার একটা চরিত্র।’

প্রসঙ্গত, আশফাক নিপুণ পরিচালিত এ সিরিজে আরও অভিনয় করেছেন- ইরেশ যাকের, শাহরিয়ার নাজিম জয়, রাফিউল কাদের রুবেল, প্রান্তর দস্তিদার, মাহমুদ আলম, অশোক ব্যাপারী, এরফান মেধা শিবলুসহ আরও অনেকের।