January 12, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, December 8th, 2021, 7:03 pm

জীবনযুদ্ধের গল্প নিয়ে নাটক ‘প্লেয়ারস’

নিজস্ব প্রতিবেদক:

জীবনের তাগিদে মানুষ কত কিছুই না করে। কেউ একা জীবনযুদ্ধে টিকে থাকার চেষ্টা চালায়। কেউবা দলবেঁধে নানান পথ বেছে নেয়। এমন একটি চক্রের গল্প নিয়ে তৈরি হয়েছে নতুন নাটক ‘প্লেয়ারস’। এটি লিখেছেন ও পরিচালনা করেছেন কেএম সোহাগ রানা। নাটকটিতে পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন তামিম মৃধা। চক্রের সদস্য হিসেবে দেখা যাবে মনিরা আক্তার মিঠু, সামিরা খান মাহি, রাহেল ও শিশুশিল্পী মুনতাহাকে। ‘প্লেয়ারস’ প্রযোজনা করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। তিনি বলেন, ‘সিনেমাওয়ালায় একঝাঁক তরুণ কাজ করে। কেএম সোহাগ রানা তাদের মধ্যে অন্যতম। ছেলেটা দারুণ মেধাবী। সে ইতোমধ্যে কয়েকটি কাজ করে প্রশংসা কুড়িয়েছে। নতুন নাটকটিও দর্শকদের ভালো লাগবে আশা করি।’ ঢাকার উত্তরায় নাটকটির চিত্রায়ন হয়েছে। এর আবহ সংগীত তৈরি করেছেন নাভেদ পারভেজ। চিত্রগ্রহণে আদিত্য মনির। ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে ‘প্লেয়ারস’ দেখা যাবে শিগগিরই।