February 22, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, February 22nd, 2025, 2:32 pm

জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করলেন বাংলাদেশি ওপেনার

অনলাইন ডেস্ক:
সবশেষ বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের হয়ে খেলেছেন ওপেনার জাকির হাসান। দল হিসেবে সিলেট ভালো করতে না পারলেও জাকির নিজে ছিলেন ব্যাট হাতে উজ্জ্বল। আসরে সেরা ব্যাটারদের তালিকায়ও ছিলেন তিনি। বিপিএল শেষে অনুশীলনেও ফিরেছিলেন। এরই মাঝে গতকাল (শুক্রবার) জীবনের নতুন অধ্যায়ে পা রেখেছেন তিনি।

জাকির বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন সারাহ নুসরাত অদ্রির সঙ্গে। তার স্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনা করছেন। জাতীয় দলের এই সতীর্থের বিয়েতে উপস্থিত থাকতে দেখা গেছে একাধিক ক্রিকেটারকে। এরমধ্যে ওপেনার নাঈম শেখ ও আফিফ হোসেন ধ্রুব’রা সস্ত্রীক হাজির হয়েছিলেন।

dhakapostপরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জাকিরকে শুভেচ্ছা জানিয়েছেন আফিফ ও নাঈম শেখ। আফিফ লিখেছেন, ‘তোমাদের দুজনের জন্য অনেক আনন্দিত। ভালোবাসা ও আনন্দঘন হোক তোমাদের জীবন।’

এদিকে, বিয়ের পর অবশ্য খুব বেশি ছুটির অবকাশ পাচ্ছেন না জাকির। কারণ আজ থেকেই শুরু হয়েছে ডিপিএলের দলবদল। আগামী ৩ মার্চ থেকে শুরু হবে ডিপিএল আসর। ঘরোয়া এই প্রতিযোগিতায় জাকির এবার প্রাইম ব্যাংকের হয়ে খেলবেন। এর আগে সর্বশেষ বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের হয়ে ১২ ম্যাচে ৩৫.৩৬ গড় এবং ১৪০.৪৩ স্ট্রাইকরেটে ৩৮৯ রান করেছেন এই বাঁ-হাতি ওপেনার।