January 6, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, July 18th, 2023, 8:29 pm

জীবনে পারফেক্ট প্রেম একবারই আসে: মেহজাবীন

অনলাইন ডেস্ক :

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। মেহজাবীন চৌধুরী দক্ষ অভিনয়শিল্পী। অভিনয়গুণে দর্শক হৃদয়ে তার অবস্থান বেশ মজবুতই বটে। ছোট পর্দায় বহু দিন ধরেই দাপটের সঙ্গে অভিনয় করছেন। তবে এখন আর শুধু টিভি নাটকে সীমাবদ্ধ নন তিনি। ইদানীং ওভার দ্য টপ (ওটিটি) প্ল্যাটফরমেও মেহজাবীনকে দূরদর্শী অভিনয় করতে দেখা যাচ্ছে। এই মাধ্যমে গুরুত্ব বাড়িয়ে দিয়েছেন তিনি। ওয়েব ফিল্ম, ওয়েব সিরিজে কাজ করছেন। নির্মাতা ভিকি জাহেদের পরিচালনায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন। সেই পোস্টারের পর এবার এই সিরিজের আরো একটি পোস্টার ফেসবুকে শেয়ার করেছেন মেহজাবীন। যেখানে তার সঙ্গে দেখা গেছে অভিনেতা শ্যামল মাওলাকে। সেখানেও রহস্যময় চরিত্রে হাজির হয়েছেন এই দুই তারকা।

পোস্টার শেয়ার করে মেহজাবীন লিখেছেন, ‘প্রতিটা মানুষের জীবনে পারফেক্ট প্রেম একবারই আসে। ভালোবাসার মানুষ চলে গেলেও এই প্রেম কখনো চলে যায় না…।’ জানা গেছে, ‘আমি কী তুমি?’ ওয়েব সিরিজে থাকছে সাতটি পর্ব। এতে তিথি চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন। নির্মাতা ভিকি জাহেদ বলেন, থ্রিলার এবং হররের বাইরে রোমান্স এবং ড্রামা বেইজ করে এই কনটেন্ট বানিয়েছি। দর্শক অনেক দিন পর আমার নতুন কাজ দেখতে পাবেন। আইস্ক্রিনে যেহেতু প্রথম অরিজিনাল, তাই ভালো কাজের মাধ্যমে যাত্রা শুরু হোক এটা মাথায় ছিল।