October 9, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, October 5th, 2025, 2:12 pm

জীবিত আছেন তোফায়েল আহমেদ, তবে অবস্থা সঙ্কটাপন্ন

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের শারীরিক অবস্থা সংকটাপন্ন। শনিবার (৪ অক্টোবর) রাত ৮টার দিকে তার রক্তচাপ ও পালস হঠাৎ কমে গেলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে বলে জানিয়েছেন স্বজনরা।

তারা জানান, বর্তমানে তোফায়েল আহমেদের অবস্থা ‘ক্রিটিক্যাল’। আগের তুলনায় তার শারীরিক অবনতি ঘটেছে, তবে তিনি এখনও জীবিত আছেন।

এদিকে, গেল কয়েক দিনের মতো শনিবারও সামাজিক যোগাযোগমাধ্যমে তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। তবে পরিবার ও দলীয় সূত্র এসব খবরকে ভিত্তিহীন বলে জানিয়েছে।

৭৯ বছর বয়সী এই বর্ষীয়ান রাজনীতিক বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন। ২৭ সেপ্টেম্বর থেকে তিনি রাজধানীর স্কয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন।

দীর্ঘদিন ধরে স্ট্রোকজনিত জটিলতায় আক্রান্ত তোফায়েল আহমেদ হুইলচেয়ারে চলাফেরা করেন। চিকিৎসকদের তত্ত্বাবধানে নিয়মিত চিকিৎসা নিচ্ছিলেন তিনি।

১৯৪৩ সালের ২২ অক্টোবর ভোলা জেলার সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের কোড়ালিয়া গ্রামে জন্মগ্রহণ করেন তোফায়েল আহমেদ। বরিশালের ব্রজমোহন কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাসের পর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে মৃত্তিকাবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

এনএনবাংলা/