জুডোতে জাপানকে হারিয়ে বিকেএসপি’র উশাচিং মারমা স্বর্ণ পদক জয় করেন।
বিকেএসপি’র জনসংযোগ কর্মকর্তা মো. আশরাফুজ্জামান জানান, ২০২৫ সালের ২০-২৫ আগস্ট পর্যন্ত ভূটানের রাজধানী থিম্পুতে অনুষ্ঠিত ২য় আন্তর্জাতিক চিলড্রেন’স জুডো চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় বিকেএসপি’র উশাচিং মারমা বিজয় স্বর্ণপদক অর্জন করেন। বিজয় (+৬০) কেজি ওজন শ্রেণি’র ফাইনালে জাপানের জুডোকারকে হারিয়েছেন। এছাড়া মো. সামিউল ইসলাম (-৫৫) কেজি ওজন শ্রেণি’র ফাইনালে জাপানের সাথে পরাজিত হয়ে রৌপ্য পদক অর্জন করেন। বিকেএসপি দলে ২ জন খেলোয়াড় ও ১জন কোচ অংশগ্রহণ করেন। আগামীকাল মিক্সড টিম ফাইটে অংশগ্রহণ করবে বিকেএসপি’র জুডোকাররা। ২৫ তারিখ দলটি দেশে প্রত্যাবর্তনের করবে।
এস এম মনিরুল ইসলাম,সাভার
আরও পড়ুন
বিকেএসপি’তে আমন্ত্রণমূলক আন্তর্জাতিক বাস্কেটবল চ্যাম্পিয়নশিপের শুভ উদ্বোধন
অসহায় তিন নারীর মুখে ফুটল আশার হাসি — প্রতিশ্রুতি রাখলেন কায়কোবাদ
টাঙ্গাইলে ব্যাটারি রিকশার দাপট: বাড়ছে দুর্ঘটনা ও যানজট