অনলাইন ডেস্ক :
হেফাজতের আমির জুনায়েদ বাবুনগরীর ব্যক্তিগত সহকারী এনামুল হাসান ফারুকীকে গ্রেপ্তার করেছে পুলিশ। চট্টগ্রামের হাটহাজারীর ফতেয়াবাদ থেকে র্যাব-৭ এর একটি দল শুক্রবার রাতে এনামুলকে গ্রেপ্তার করে।
র্যাব-৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মশিউর রহমান গ্রেপ্তারের বিষয়টি শনিবার (২২ মে) সকালে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘তাকে শুক্রবার রাতে হাটহাজারীর ফতেয়াবাদ থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে শফি হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে।’
এনামুলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান র্যাবের ওই কর্মকর্তা।
(সূত্র: সময় ওয়েব পোর্টাল)

আরও পড়ুন
ঝামেলা ছাড়াই ছাব্বিশের নির্বাচন অনুষ্ঠিত হবে, আশা ফখরুলের
শাহবাগে বিসিএস পরীক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
কেরু চিনিকলে শ্রমিকদের দুই পক্ষের সংঘর্ষ, অবরোধে আটকে এমডি–কর্মকর্তারা