জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) এবং উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার বাংলা দ্বিতীয়, ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্রের পাঠ্যসূচি পুনঃসংশোধিত করেছে। রবিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।
এছাড়া ২০২২ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষা যথাক্রমে জুন ও আগস্টে অনুষ্ঠিত হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
গত ১৭ ফেব্রুয়ারি শিক্ষামন্ত্রী দীপু মনি চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা এবং এইচএসসি ও সমমানের পরীক্ষা জুন থেকে আগস্টের মধ্যে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনার ইঙ্গিত দেন।
তিনি বলেন, ‘সংক্ষিপ্ত সিলেবাসের সঙ্গে পরীক্ষা অনুষ্ঠিত হবে। তারিখগুলো চূড়ান্ত হওয়ার পর বিষয়গুলো কমানোর সিদ্ধান্ত নেয়া হবে।’
সরকারের একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী প্রতি বছর ১ ফেব্রুয়ারি থেকে এসএসসি এবং ১ এপ্রিল থেকে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে কোভিড-১৯ মহামারির কারণে গত দুই বছরে এই পরীক্ষাগুলো যথাসময়ে অনুষ্ঠিত হয়নি।
–ইউএনবি
আরও পড়ুন
এই সরকারের স্থানীয় সরকার নির্বাচন করার ম্যান্ডেট নেই: বিএনপি
রংপুর পুলিশের পৃথক দুটি অভিযানে মাদকসহ আটক-৩, ধর্ষক গ্রেফতার করেছে র্যার ১৩
শহীদ আবু সাঈদের কবরে তিন উপাচার্যের শ্রদ্ধা নিবেদন